পাথরকাণ্ডে বহিষ্কৃত কোম্পানীগঞ্জের সেই শাহাব উদ্দিন ফের স্বপদে
কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ০১ জানুয়ারি ২০২৬, ৯:০৩ অপরাহ্ণ
পর্যটনকেন্দ্রের সাদা পাথরকাণ্ডে দায়িত্বে থাকা সাহাব উদ্দিনকে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও জেলা সহ-সভাপতি পদ থেকে স্থগিত করা হয়েছিল। পরে তাকে দল থেকে বহিষ্কার করা হয়। মামলার পর জেলও খাটেন তিনি।
প্রায় সাড়ে চার মাস পর বিএনপি তার দলীয় স্থগিতাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দিয়েছে। বৃহস্পতিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়। চিঠিতে বলা হয়েছে, “দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আপনার সকল পদ স্থগিত করা হয়েছিল। আপনার আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক ১ জানুয়ারি আপনার দলীয় স্থগিতাদেশ প্রত্যাহার করে শুধুমাত্র প্রাথমিক সদস্য হিসেবে কার্যক্রম চালিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।”
সাদাপাথর ও ভোলাগঞ্জ কোয়ারির পাথর লুটের ঘটনায় সাহাব উদ্দিনের নাম প্রথমেই উঠে আসে। দুদকের তালিকাতেও তার নাম রয়েছে। অভিযোগের মধ্যে চাঁদাবাজি, দখলবাজিসহ বিএনপির নীতি ও আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডের উল্লেখ রয়েছে। ১১ আগস্ট কেন্দ্রীয় দপ্তর থেকে তার সব পদ স্থগিত করা হয় এবং পরে বহিষ্কার করা হয়।
১৩ সেপ্টেম্বর তাকে সিলেট নগরী থেকে র্যাব-৯ গ্রেপ্তার করে। সম্প্রতি জামিনে মুক্তি পাওয়া সাহাব উদ্দিনকে ফের দলের কার্যক্রমে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হলো।





