জৈন্তাপুর–কানাইঘাট সীমান্তে ভারতীয় গরুসহ অবৈধ মালামাল আটক
জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি:
প্রকাশিত হয়েছে : ০২ জানুয়ারি ২০২৬, ৩:১৪ অপরাহ্ণ
সিলেটের জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় গরুসহ ১২ লাখ ২০ হাজার টাকার অবৈধ মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবির জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গত ১ জানুয়ারি রাতে কানাইঘাট উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্য জব্দ করা হয়।
১৯ বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ১ জানুয়ারি রাত সাড়ে ১০টার দিকে কানাইঘাটের সুরাইঘাট বিওপির একটি বিশেষ টহল দল সীমান্তের মেইন পিলার ১৩১৭ থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নুনছড়া এলাকায় অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ৭২০ কেজি ভারতীয় জিরা জব্দ করা হয়। জব্দ করা জিরার বাজারমূল্য আনুমানিক ৭ লাখ ২০ হাজার টাকা।
এ ছাড়া ২ জানুয়ারি ভোর সাড়ে ৫টার দিকে জৈন্তাপুর বিওপির একটি টহল দল সীমান্তের মেইন পিলার ১২৮৭ থেকে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জৈন্তাপুর উপজেলার গৌরীশংকর এলাকায় অভিযান চালিয়ে ৪০০ কেজি ভারতীয় চিনি জব্দ করে। এর বাজারমূল্য প্রায় ৬০ হাজার টাকা।
বিজিবি জানায়, এর আগে ১ জানুয়ারি জৈন্তাপুর ও গুয়াবাড়ী বিওপির পৃথক অভিযানে সীমান্ত এলাকা থেকে মালিকবিহীন পাঁচটি ভারতীয় গরুও আটক করা হয়। আটক করা গরুগুলোর আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ৪০ হাজার টাকা।
বিজিবি সূত্রে আরও জানানো হয়, এসব অভিযানে জব্দ করা মালামালের মোট সিজার মূল্য ১২ লাখ ২০ হাজার টাকা।
এ বিষয়ে জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো. মইনুল আলম বলেন, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে এসব অভিযান পরিচালনা করা হয়েছে। জব্দ করা মালামাল কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।




