তাহিরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা গ্রেফতার
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
প্রকাশিত হয়েছে : ০২ জানুয়ারি ২০২৬, ৩:৩৩ অপরাহ্ণ
সুনামগঞ্জের তাহিরপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা সজল মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। ২০২৪ সালের ১৬ ডিসেম্বর রাতে দায়ের করা একটি নাশকতার মামলায় গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরের দিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতার সজল উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের ব্রাহ্মণগাঁও গ্রামের আব্দুর রহিমের ছেলে এবং ওই ইউনিয়ন ছাত্রলীগ সহ-সভাপতি পদে দায়িত্বশীল ছিলেন।
সুনামগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান রাসেল জানান, সজলকে বুধবার (৩১ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার বাদাঘাট থেকে বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা গ্রেফতার করলে একদল দুর্বৃত্ত, তার স্বজনরা পুলিশ হেফাজত থেকে তাকে ছিনিয়ে নেওয়ার অপচেষ্টা চালায়।




