সিলেট থেকেই নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান
নিজস্ব প্রতিবেদন
প্রকাশিত হয়েছে : ০২ জানুয়ারি ২০২৬, ৫:১৬ অপরাহ্ণআসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলীয় সূত্রে জানা গেছে, তার প্রয়াত মা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার অনুসৃত পথ অনুসরণ করে সিলেটের দুই আউলিয়া হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরাণ (রহ.)-এর মাজার জিয়ারতের মধ্য দিয়েই তিনি নির্বাচনী কার্যক্রমের সূচনা করতে চান।
নির্বাচনের তপশিল অনুযায়ী প্রতীক বরাদ্দের পর আনুষ্ঠানিক প্রচার শুরু হবে। সে সময় সিলেট সফরের মাধ্যমে নির্বাচনী মাঠে নামবেন তারেক রহমান। মাজার জিয়ারত শেষে তিনি পর্যায়ক্রমে বিভাগীয় পর্যায়ে সমাবেশ ও গণসংযোগে অংশ নেবেন বলে জানা গেছে।
বিএনপি নেতারা বলছেন, খালেদা জিয়ার ইন্তেকালের পর তারেক রহমানের এই কর্মসূচি শুধু নির্বাচনী প্রচারণার সূচনা নয়, বরং শোককে শক্তিতে পরিণত করে গণতন্ত্র পুনরুদ্ধারের বার্তাও বহন করবে। সিলেট থেকেই সেই রাজনৈতিক বার্তা দেশবাসীর কাছে পৌঁছে দিতে চায় দলটি।
সিলেটে দলের মহানগর দপ্তর সম্পাদক তারেক আহমদ খান বলেন, সদ্য প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়াও সিলেট থেকে নির্বাচনী প্রচারণা শুরু করতেন। এরই ধারাবাহিকতায় তারেক রহমানও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করবেন সিলেটে হযরত শাহজালাল (র.) ও হযরত শাহপরান (র.) এর মাজার জিয়ারতের মধ্য দিয়ে। তিনি জানার চলতি মাসের ২য় সপ্তাহের আগেই তাঁর এই সিলেট সফর শুরু হওয়ার কথা রয়েছে।
দলীয় সূত্র আরও জানায়, আনুষ্ঠানিক প্রচারণা শুরুর আগে তারেক রহমান তার পৈতৃক এলাকা বগুড়ায় যেতে পারেন। আসন্ন নির্বাচনে তিনি ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।





