সুনামগঞ্জে বিজিবির কম্বল বিতরণ ও সীমান্ত সচেতনতা সভা
সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ০২ জানুয়ারি ২০২৬, ৫:২০ অপরাহ্ণ
সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকার অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একইসাথে সীমান্ত হত্যা ও অবৈধ অনুপ্রবেশ রোধে স্থানীয় জনসাধারণের অংশগ্রহণে একটি সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।
শুক্রবার সকাল ১০টায় ২৮ বিজিবি ব্যাটালিয়নের ব্যবস্থাপনায় দোয়ারাবাজার উপজেলার ৮নং বোগলাবাজার ইউনিয়নের পেশকারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই মানবিক সহায়তা ও সচেতনতা কর্মসূচি আয়োজন করা হয়।
বিজিবির সুনামগঞ্জ অঞ্চলের অধিনায়ক লেঃ কর্ণেল একে এম জাকারিয়া কাদির এলাকার কয়েকশ দুস্থ মানুষের হাতে উন্নতমানের কম্বল বিতরণ করেন। একই সঙ্গে সীমান্ত এলাকায় চোরাচালান ও হত্যাকাণ্ড প্রতিরোধে একটি জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, সীমান্ত হত্যা ও চোরাচালান রোধে শুধুমাত্র বিজিবির প্রচেষ্টা যথেষ্ট নয়; স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যম ও সীমান্তবাসীদের সহযোগিতা অপরিহার্য। লেঃ কর্ণেল জাকারিয়া কাদির বলেন, “বিজিবি সব সময়ই সমাজের বিপন্ন মানুষের পাশে দাঁড়ায়। সীমান্ত সুরক্ষা, অবৈধ অনুপ্রবেশ এবং চোরাচালান প্রতিরোধে ব্যাটালিয়নের প্রতিটি সদস্য নিরলস কাজ করে যাচ্ছে।”
অনুষ্ঠানে বিজিবির উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, গন্যমান্য ব্যক্তিবর্গ ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।




