মৌলভীবাজারে খালেদা জিয়ার মাগফিরাত কামনায় বিএনপির দোয়া
মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ০২ জানুয়ারি ২০২৬, ৬:৪৭ অপরাহ্ণ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মৌলভীবাজার জেলা বিএনপির আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ জানুয়ারি) বাদ জুমা মৌলভীবাজার শহরের দেওয়ানি জামে মসজিদে অনুষ্ঠিত দোয়া মাহফিলে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনার পাশাপাশি জিয়া পরিবার এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র মো. ফয়জুল করিম ময়ূন, জেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ আব্দুর রহিম রিপন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য মো. মিজানুর রহমান, আহ্বায়ক কমিটির সদস্য মৌলভী আব্দুল ওয়ালী সিদ্দিকী, এম এ মুকিত, মোশাররফ হোসেন বাদশা, বকসী মিসবাহ উর রহমান, মো. হেলু মিয়া, মো. ফখরুল ইসলাম, মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির সভাপতি ও জেলা আহ্বায়ক কমিটির সদস্য মুজিবুর রহমান মজনু, আহ্বায়ক কমিটির সদস্য মহিতুর রহমান হেলাল, মাহমুদুর রহমান, সেলিম সালাউদ্দিন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মারুফ আহমেদ এবং জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বল, সাধারণ সম্পাদক এম এ মোহিত ও জেলা ছাত্রদলের সভাপতি মো. রুবেল মিয়া।
এদিকে একই দিন বিকেলে জেলার শ্রীমঙ্গল শহরের স্টার কমিউনিটি সেন্টারে উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আরেকটি দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, ন্যাশনাল টি কোম্পানির পরিচালক ও শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র মো. মহসিন মিয়া মধু। দোয়া পরিচালনা করেন শ্রীমঙ্গল জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল কুদ্দুস নিজামী। দোয়া মাহফিল শেষে উপস্থিত মুসল্লিদের জন্য দুপুরের আপ্যায়নের ব্যবস্থা করা হয়।




