জৈন্তাপুরে আড়াই লক্ষাধিক টাকার চোরাচালানি পণ্য জব্দ, মালিক পলাতক
জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি:
প্রকাশিত হয়েছে : ০২ জানুয়ারি ২০২৬, ৯:১৮ অপরাহ্ণ
সিলেটের জৈন্তাপুরে পুলিশের বিশেষ অভিযানে চোরাচালানের মাধ্যমে আনা ভারতীয় বিপুল পরিমাণ পণ্য জব্দ করা হয়েছে। জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় আড়াই লক্ষাধিক টাকা। এ ঘটনায় পণ্যের মালিক পালিয়ে গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২ জানুয়ারি ২০২৬) দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে জৈন্তাপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) জাকিরুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স তামাবিল মহাসড়কে একটি চেকপোস্ট পরিচালনা করে। এ সময় তায়েফ পরিবহনের একটি পর্যটকবাহী বাসে তল্লাশি চালানো হয়।
তল্লাশিকালে বাসটি থেকে ৭০ পিস ভারতীয় কম্বল (আনুমানিক মূল্য ১ লাখ ৫৫ হাজার টাকা), ৪০০ পিস পন্ডস ফেসওয়াশ (মূল্য প্রায় ৮০ হাজার টাকা) এবং ১০০ পিস SESA হেয়ার অয়েল (মূল্য আনুমানিক ২৫ হাজার টাকা) জব্দ করা হয়। জব্দকৃত এসব পণ্যের মোট মূল্য প্রায় ২ লাখ ৬০ হাজার টাকা।
অভিযানের সত্যতা নিশ্চিত করে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, বাস থামানোর সঙ্গে সঙ্গেই পণ্যের মালিক কৌশলে পালিয়ে যায়। তার নাম ও ঠিকানা শনাক্তের চেষ্টা চলছে এবং বিশেষ ক্ষমতা আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।




