মৌলভীবাজারে এনসিপি প্রার্থী প্রীতম দাশকে ঘিরে বিতর্ক
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ০৩ জানুয়ারি ২০২৬, ৩:০১ অপরাহ্ণ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার–৪ (শ্রীমঙ্গল–কমলগঞ্জ) আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই চলছে। যাচাই শেষে জোটগত সিদ্ধান্তে একাধিক প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করতে পারেন এমন আলোচনা রাজনৈতিক অঙ্গনে চলছে।
সাধারণ ভোটাররা মনে করছেন,জোটের পক্ষ থেকে বিতর্কমুক্ত ও গ্রহণযোগ্য প্রার্থী মনোনয়ন না পেলে নির্বাচনে পরাজয়ের ঝুঁকি রয়েছে। পর্যটন এলাকা হওয়ায় এই আসনে প্রার্থীর ভাবমূর্তি গুরুত্বপূর্ণ বলে মত তাদের।
এই আসনে ১০ দলীয় জোটের পক্ষে তিনজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন জামায়াতে ইসলামীর অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রব,খেলাফত মজলিসের শেখ নূরে আলম হামিদী এবং এনসিপির যুগ্ম সদস্য সচিব প্রীতম দাশ।
গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে এনসিপি প্রার্থী প্রীতম দাশকে ঘিরে নানা অভিযোগ ও বিতর্ক ছড়িয়েছে। তাঁর বিরুদ্ধে বিদেশি সংস্থার এজেন্ট হওয়া,আওয়ামী লীগ সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ এবং অতীতের একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ তুলে সমালোচনা করা হচ্ছে।
তবে এসব অভিযোগ অস্বীকার করে প্রীতম দাশ বলেন,বিষয়টি আমার নজরে এসেছে। আমাকে নিয়ে সামাজিক মাধ্যমে যারা এসব করছে,তা খুবই বাজে ও নিকৃষ্ট কাজ। রাজনৈতিক প্রতিহিংসাবশত মিথ্যাচার করা হচ্ছে।
২০২২ সালে একটি ঘটনাকে কেন্দ্র করে উদ্দ্যেশ্যপ্রণোদিতভাবে ধর্মীয় বিভাজন তৈরির চেষ্টা চলছে। তখন যারা পরিস্থিতি ঘোলাটে করেছিল,তারা ছাত্রলীগ ও যুবলীগের সঙ্গে সম্পৃক্ত ছিল,এটা সবারই জানা।
তিনি আরও বলেন,আমার ছোট ভাইকে নিয়ে যে অপপ্রচার চালানো হচ্ছে,সে বিষয়ে পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ করা হয়েছে এবং আইনানুগভাবে এর মোকাবেলা করা হবে।




