শাহী ঈদগাহ এলাকা থেকে তীর জুয়া খেলার অভিযোগে গ্রেপ্তার ৭
নিজস্ব প্রতিবেদন
প্রকাশিত হয়েছে : ০৩ জানুয়ারি ২০২৬, ৬:০৬ অপরাহ্ণ
সিলেট নগরীর শাহী ঈদগাহ এলাকা থেকে তীর জুয়া খেলার অভিযোগে সাতজনকে গ্রেপ্তার করেছে মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ।
শুক্রবার (৩ জানুয়ারি) রাত সোয়া ১০টার দিকে নগরীর শাহী ঈদগাহ হাজারীবাগ আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তারা।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা শীলং তীর জুয়া খেলায় জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। অভিযানকালে জুয়া খেলার সঙ্গে সংশ্লিষ্ট কিছু আলামত জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—জামাল আহমদ (৪০), ফিরোজ মিয়া (৩৯), মিলাদ আহমদ (৪০), মো. আবু তালেব (৪৫), দিনার আহমদ (২৭), আল আমিন (৩০) ও মো. মাসুক মিয়া (৩৩)। তাঁদের বাড়ি সিলেটসহ দেশের বিভিন্ন জেলায়।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় নন–এফআইআর মামলা (নং–৮/৩/১/২৬) করা হয়েছে। পরে তাঁদের আদালতে সোপর্দ করা হয়।
পুলিশ জানিয়েছে, নগরীতে অবৈধ জুয়া প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।




