হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহদীর জামিন
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ০৪ জানুয়ারি ২০২৬, ২:৩০ অপরাহ্ণ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হবিগঞ্জ শাখার সদস্য সচিব মাহদী হাসানকে আটকের ১৫ ঘণ্টা পর জামিন দিয়েছেন আদালত।
রোববার (৪ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে তাকে হবিগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। পরে সকাল ১০টায় অনুষ্ঠিত শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন আদালত।
এর আগে, শনিবার সন্ধ্যা ৭টার দিকে হবিগঞ্জ জেলা শহরের গণ অধিকারের সংসদ সদস্য প্রার্থী এডভোকেট চৌধুরী আশরাফুল বারী নোমানের বাসা থেকে তাকে আটক করা হয়। এরপর মাহদী আটকে পর থেকে হবিগঞ্জ ঢাকা’সহ সারাদেশে তার মুক্তির দাবিতে বিক্ষোভ করে ছাত্ররা।




