হবিগঞ্জ-২ আসনে বিএনপি–জমিয়ত ঐক্যবদ্ধ
বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ০৫ জানুয়ারি ২০২৬, ১০:১৪ অপরাহ্ণ
হবিগঞ্জ–২ (বানিয়াচং–আজমিরীগঞ্জ) সংসদীয় আসনে বিএনপি–জমিয়ত জোটের মনোনীত প্রার্থী ডা. আবু মনসুর সাখাওয়াত হাসান জীবনকে নিয়ে বানিয়াচং উপজেলা জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ জানুয়ারি) দুপুরে বানিয়াচং উপজেলার কামালখানী হাসান মঞ্জিলে অনুষ্ঠিত সভায় নেতৃবৃন্দ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ডা. জীবনকে ধানের শীষ প্রতীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে মাঠপর্যায়ে কাজ করার দৃঢ় প্রত্যয় প্রকাশ করেন।
সভায় বক্তারা বলেন, “জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনে বিএনপি–জমিয়ত জোটের বিকল্প নেই। আসন্ন নির্বাচনে জনগণের ন্যায্য অধিকার আদায় ও সমাজের ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”
জোট প্রার্থী ডা. আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন সভায় বলেন, “হবিগঞ্জ–২ আসনের মানুষের ন্যায্য অধিকার আদায়, সুষম উন্নয়ন এবং ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ রক্ষায় সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। জোটের শরিকদের ঐক্যই আমাদের বিজয়ের প্রধান শক্তি।”
সভায় উপস্থিত ছিলেন বিএনপির সভাপতি মুজিবুল হোসাইন মারুফ, সাবেক আহ্বায়ক লুৎফুর রহমান, জেলা বিএনপির সদস্য ফরহাদ হোসেন বকুল, সাধারণ সম্পাদক নকিব ফজলে রকিব মাখন, যুগ্ম সম্পাদক জাহির হোসাইন, বানিয়াচং উপজেলা জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আবদুল জলীল ইউসুফী, সাধারণ সম্পাদক মাওলানা শেখ বশির আহমদসহ বিএনপি ও জমিয়তের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সভা শেষে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে সমন্বিতভাবে মাঠপর্যায়ে কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়। এ সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।




