শ্রীমঙ্গলে ৫০ লিটার মদসহ মাদক কারবারি আটক
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ০৫ জানুয়ারি ২০২৬, ১০:২৮ অপরাহ্ণ
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মদসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। রবিবার (৪ জানুয়ারি) সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে শ্রীমঙ্গল থানার বাবুরবাজার এলাকায় চেকপোস্ট পরিচালনাকালে তাকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তির নাম সুজন দাস (৩৫)। তিনি মৃত শৈলেন চন্দ্র দাসের ছেলে এবং রানী দাসের সন্তান। তার বাড়ি ভীমসি, ভুনবীর এলাকায়, থানা শ্রীমঙ্গল, জেলা মৌলভীবাজার।
পুলিশ জানায়, তল্লাশি চালিয়ে আসামীর কাছ থেকে ৫০ বোতল মদ উদ্ধার করা হয়, যার পরিমাণ আনুমানিক ৫০ লিটার। উদ্ধারকৃত মদের বাজার মূল্য প্রায় ২৫ হাজার টাকা।
এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর সোমবার (৫ জানুয়ারি ২০২৬) আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে জেল হাজতে প্রেরণের আদেশ দেন।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম জানিয়েছেন, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।




