অনাকাঙ্ক্ষিত আচরণের জন্য হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতা আরিফের দু:খ প্রকাশ
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ০৫ জানুয়ারি ২০২৬, ১০:৫৪ অপরাহ্ণ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা আহ্বায়ক আরিফ তালুকদার বলেছেন, গত ২ জানুয়ারি আমাদের জেলা কমিটির সদস্যসচিব মাহদী হাসানের অনাকাঙ্ক্ষিত আচরণের জন্য আমরা অনুতপ্ত। এ বিষয়ে শায়েস্তাগঞ্জ থানার ওসির সঙ্গে দেখা করে দুঃখ প্রকাশ করতে এসেছি। পুলিশ জনগণের বন্ধু। আমরা আইনকে শ্রদ্ধা করি এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমেই মাহদী হাসানকে জামিনে মুক্ত করেছি।
সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৮টার দিকে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
আরিফ তালুকদার বলেন, আমরা চাই বাংলাদেশে ইনসাফ প্রতিষ্ঠিত হোক, সবার জন্য আইন সমান হোক। সব সময় আমাদের মাঠে নেমে ন্যায়ের পক্ষে দাঁড়াতে হয়। জুলাইযোদ্ধা সুরভীর ঘটনায় আমরা তা দেখেছি—যেখানে ১৭ বছর বয়সী মেয়েটিকে ২১ বছর দেখিয়ে রিমান্ডে পাঠানো হয়েছিল।
আন্দোলনের ডাক দেওয়ার পরই সে মুক্তি পায়।
তিনি বলেন, আমরা এমন বাংলাদেশ চাই না। যে বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে জুলাই গণ-অভ্যুত্থান সংঘটিত হয়েছিল, সেই ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়তে আমরা পুলিশকে সহযোগিতা করব। একই সঙ্গে পুলিশ প্রশাসনের প্রতিও আহ্বান—ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় তারা যেন দায়িত্বশীল ভূমিকা পালন করে।
আমরা জুলাইযোদ্ধা ওসমান হাদি হত্যার দ্রুত বিচারের দাবি জানাই।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলার সদস্য সচিব মাহদী হাসান জামিনে মুক্ত হওয়ার পর জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা শায়েস্তাগঞ্জ থানায় উপস্থিত হয়ে সম্প্রতি সৃষ্ট অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য অনুতপ্ত হয়ে দুঃখ প্রকাশ করেন। এ সময় তারা পুলিশের সব ন্যায়সংগত কাজে সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন।




