জৈন্তাপুর, কানাইঘাট সীমান্তে প্রায় ২৭ লাখ টাকার ভারতীয় মদ ও গরু জব্দ
জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ০৬ জানুয়ারি ২০২৬, ৪:০৩ অপরাহ্ণ
সিলেটের জৈন্তাপুর, কানাইঘাট জকিগঞ্জ সীমান্ত এলাকায় পৃথক অভিযানে প্রায় ২৭ লাখ টাকা মূল্যের ভারতীয় মদ, গরু ও অন্যান্য চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)।
বিজিবি জানায়, বুধবার (৬ই জানুয়ারি ২০২৬) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) জৈন্তাপুর উপজেলার জৈন্তাপুর বিওপি এলাকায় অভিযান পরিচালনা করে।
এ সময় সীমান্তের শূন্য লাইন থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ফুলবাড়ি এলাকায় মালিকবিহীন অবস্থায় ১০টি ভারতীয় গরু ও একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়। জব্দকৃত এসব মালামালের সিজার মূল্য প্রায় ২৩ লাখ টাকা।
এছাড়া একই দিনে জকিগঞ্জ ব্যাটালিয়নের অধীনস্থ সুরাইঘাট, লোভাছড়া, জৈন্তাপুর ও আটগ্রাম বিওপির পৃথক আভিযানিক টহল দল সিলেট জেলার জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৯৬ বোতল ভারতীয় মদ, ১৭০ কেজি চা পাতা, ১০০ কেজি চিনি, ১টি মহিষ, ৫টি কম্বল, ১২ কেজি সুপারি ও ৪০ বিড়া পান জব্দ করে। এসব মালামালের সিজার মূল্য প্রায় ৩ লাখ ৮১ হাজার ৮০০ টাকা।
১৯ বিজিবি সূত্রে জানা যায়, উক্ত অভিযানে জব্দকৃত মালামালের সর্বমোট সিজার মূল্য প্রায় ২৬ লাখ ৮১ হাজার ৮০০ টাকা সমপরিমাণ।
এ বিষয় জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর ভারপ্রাপ্ত অধিনায়ক ও অতিরিক্ত পরিচালক মেজর মোঃ মঈনুল আলম বলেন, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও চোরাচালানবিরোধী অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। জব্দকৃত মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে এবং অন্যান্য মালামাল কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। সীমান্ত এলাকায় বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।




