সিলেটে যাত্রী ছাউনি থেকে পেট্রোল বোমা ও আগ্নেয়াস্ত্র উদ্ধার
নিজস্ব প্রতিবেদন
প্রকাশিত হয়েছে : ০৬ জানুয়ারি ২০২৬, ৪:৩৭ অপরাহ্ণ
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার একটি যাত্রী ছাউনি থেকে পেট্রোল বোমা ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। উদ্ধার করা এসব অস্ত্র নাশকতার কাজে ব্যবহার করার পরিকল্পনা ছিল বলে ধারণা করছে র্যাব। তবে অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
র্যাব জানায়, সোমবার (৫ জানুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ সুরমার লালারগাঁও এলাকার একটি যাত্রী ছাউনিতে অভিযান চালানো হয়। এসময় সেখানে পরিত্যক্ত অবস্থায় থাকা একটি শপিং ব্যাগ তল্লাশি করে একটি দেশীয় তৈরি ওয়ান শুটার পাইপগান এবং পাঁচটি পেট্রোল বোমা উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র ও পেট্রোল বোমার উৎস এবং এর সঙ্গে জড়িতদের শনাক্ত করতে র্যাবের তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র্যাব।
মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে এসব তথ্য নিশ্চিত করে র্যাব-৯ জানায়, উদ্ধারকৃত অস্ত্র ও পেট্রোল বোমা সাধারণ ডায়েরি (জিডি) মূলে দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব আরও জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব-৯-এর গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান চলমান রয়েছে।




