সিলেটের রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে বৈষম্যের অভিযোগ এনসিপি প্রার্থীর
নিজস্ব প্রতিবেদন
প্রকাশিত হয়েছে : ০৬ জানুয়ারি ২০২৬, ৭:৪৯ অপরাহ্ণ
সিলেট জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সারোয়ার আলমের বিরুদ্ধে বৈষম্য ও পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলেছেন সিলেট-১ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মনোনীত প্রার্থী এহতেশাম হক।
মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে সিলেট জেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।
এহতেশাম হক বলেন, মনোনয়নপত্র যাচাইয়ের সময় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তাঁর সঙ্গে ভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের তুলনায় অসম আচরণ করা হয়েছে। যে কারণে তাঁর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে, একই কারণ থাকা সত্ত্বেও সিলেট-৩ আসনের বিএনপির প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে বলে তিনি দাবি করেন।
এনসিপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) এহতেশাম হক বলেন, একজন সচেতন নাগরিক ও রাজনৈতিক কর্মী হিসেবে তিনি রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে ন্যায়সংগত সিদ্ধান্ত প্রত্যাশা করেছিলেন। কিন্তু তাঁর ক্ষেত্রে নেওয়া সিদ্ধান্ত নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ও প্রশাসনিক স্বচ্ছতা নিয়ে প্রশ্ন সৃষ্টি করেছে।
তিনি আরও বলেন, দেশের বিভিন্ন স্থানে এ ধরনের অভিযোগ উঠলেও নির্বাচন কমিশনের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। এতে নির্বাচন ব্যবস্থা ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের প্রতি সাধারণ মানুষের আস্থা কমে যাচ্ছে।
সংবাদ সম্মেলনে এহতেশাম হক দাবি করেন, যদি একটি নির্দিষ্ট রাজনৈতিক দল বা গোষ্ঠীকে সুবিধা দিয়ে নির্বাচন পরিচালনা করা হয়, তাহলে দেশে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা সম্ভব নয়।
তিনি নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলেন, ন্যায়বিচার ও সমান অধিকারের দাবিতে তাঁরা সাংবিধানিক সব পথ ও শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে আন্দোলন চালিয়ে যাবেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এনসিপির সিলেট মহানগর আহ্বায়ক অ্যাডভোকেট মো. আব্দুর রহমান আফজাল, সিলেট জেলা আহ্বায়ক মো. জুনেদ আহমদ, মহানগরের সদস্য সচিব গোলাম কিবরিয়া, জেলা সদস্য সচিব প্রকৌশলী কামরুল আরিফসহ দলটির অন্যান্য নেতারা।





