সুনামগঞ্জে তফসিল ঘোষণার ২৫ দিন পরও ঝুলছে নির্বাচনী পোস্টার–ব্যানার
সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ০৬ জানুয়ারি ২০২৬, ৮:১১ অপরাহ্ণ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার ২৫ দিন পার হলেও সুনামগঞ্জ–১ (ধর্মপাশা, মধ্যনগর, তাহিরপুর ও জামালগঞ্জ) আসনের বিভিন্ন স্থানে এখনো সম্ভাব্য প্রার্থীদের পোস্টার, ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড ঝুলতে দেখা যাচ্ছে।
সরেজমিনে মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুর পর্যন্ত ধর্মপাশা ও মধ্যনগর উপজেলার ধর্মপাশা সদর, বাদশাগঞ্জ বাজার, গাছতলা বাজার, মধ্যনগর বাজারসহ বিভিন্ন এলাকায় এসব প্রচারসামগ্রী অপসারণে কোনো তৎপরতা দেখা যায়নি। বিদ্যুতের খুঁটি, ভবনের দেয়াল ও গুরুত্বপূর্ণ সড়কের পাশে সারি সারি পোস্টার ও ব্যানার ঝুলতে দেখা গেছে।
নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, তফসিল ঘোষণার পর জেলা ও উপজেলা নির্বাচন কার্যালয় থেকে এসব অপসারণের জন্য তৎপরতা চালানো হলেও বেশির ভাগ এলাকায় তা কার্যকর হয়নি। কোথাও কোথাও সীমিত আকারে ব্যানার-পোস্টার সরানো হলেও অধিকাংশ স্থানে নির্দেশনা মানা হয়নি। সম্ভাব্য প্রার্থীদের পক্ষ থেকেও এ বিষয়ে কার্যকর উদ্যোগ দেখা যায়নি।
নির্বাচনী আচরণবিধি অনুযায়ী, তফসিল ঘোষণার ৪৮ ঘণ্টার মধ্যে সব ধরনের পোস্টার, ব্যানার ও বিলবোর্ড অপসারণের নির্দেশনা রয়েছে। গত ১১ ডিসেম্বর তফসিল ঘোষণার পরও দীর্ঘ সময় পার হলেও তা পুরোপুরি বাস্তবায়ন হয়নি।
এ বিষয়ে ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনি রায় এবং মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায় বলেন, আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর মাধ্যমে এসব প্রচারসামগ্রী অপসারণ করা হবে। প্রার্থীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না—এমন প্রশ্নে তাঁরা বলেন, এখনো কেউ আনুষ্ঠানিকভাবে প্রার্থী হননি, সবাই সম্ভাব্য প্রার্থী। তাই এ মুহূর্তে ব্যবস্থা নেওয়ার বিষয়টি জটিল। প্রার্থী চূড়ান্ত হলে তখন প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তাঁরা আরও বলেন, আপাতত ব্যানার-পোস্টার সরিয়ে দেওয়া হবে এবং এ বিষয়ে সব রাজনৈতিক দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
সুনামগঞ্জ–১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আনিসুল হক বলেন, তাঁরা ব্যানার ও পোস্টার ব্যবহারে নিরুৎসাহিত করেন। নির্বাচনী আচরণবিধি মেনে চলার কথা উল্লেখ করে তিনি বলেন, তাঁদের পক্ষ থেকে সব ব্যানার অপসারণ করা হয়েছে।




