চুনারুঘাটে র্যাবের অভিযানে ৮ কেজি গাঁজা উদ্ধার
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ০৮ জানুয়ারি ২০২৬, ৬:৩৭ অপরাহ্ণ
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় র্যাব-৯ এর অভিযানে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) রাতে উপজেলার দেওরগাছ ইউনিয়নের আমতলী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব সূত্রে জানা যায়, র্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাত আনুমানিক ১০টা ৪০ মিনিটে জানতে পারে যে, আমতলী এলাকায় কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে রাত ১০টা ৫০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালায় র্যাব সদস্যরা।
তল্লাশির একপর্যায়ে ঘটনাস্থলে পরিত্যক্ত অবস্থায় একটি প্লাস্টিকের বস্তা পাওয়া যায়। পরে নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে বস্তাটি তল্লাশি করে নীল রঙের পলিথিনে মোড়ানো ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তবে এ সময় ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি।
র্যাব জানায়, উদ্ধারকৃত গাঁজার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত আলামত জিডিমূলে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।
এদিকে, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।




