তারেক রহমানের নির্দেশ: নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত মিজানের
সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ১০ জানুয়ারি ২০২৬, ৬:৪০ অপরাহ্ণ
সুনামগঞ্জ-৫, ছাতক-দোয়ারাবাজার আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ১২ ফেব্রুয়ারি। এ আসনে বিএনপির ধানের শীষের মনোনয়ন পেতে জোর লবিং করেছিলেন দুইজন প্রার্থী। একজন হলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সিলেট বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক, সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ ও অপরজন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, ২০১৮ সালে সংসদ নির্বাচনে এ আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতাকারী মিজানুর রহমান চৌধুরী মিজান।
তবে এবার দলীয় মনোনয়ন পান সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন। কিন্তু বঞ্চিত হন মিজানুর রহমান চৌধুরী মিজান। তাদের দুইজনের রয়েছে দুটি বলয়। গেল ২৯ ডিসেম্বর একই দিনে দুইজন প্রার্থী জমা দিয়েছিলেন মনোনয়পত্র।
মিলন ধানের শীষের মনোনীত হওয়ায় মিজান হয়েছিলেন স্বতন্ত্র প্রার্থী। এর পর থেকে দুই বলয়ে পৃথক ভাবে শুরু হয় নির্বাচনী কার্যক্রম। একই দলে দুইজন প্রার্থী হওয়ায় বিব্রতবোধে পড়েন দলীয় ভোটাররা। এ কারনে অনেকটা সু্বিধাজনক অবস্থানে ছিলেন জামায়াতের মনোনীত দাঁড়িপাল্লার প্রার্থী আবু তাহির মোহাম্মদ আবদুস সালাম।
জানা যায়, সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী মিজানের মনোনয়পত্র বৈধ হওয়ার পর দুই বলয়ে পৃথক ভাবে কার্যক্রম অব্যাহত রাখেন। বিষয়টি দলের চেয়ারপার্সন তারেক রহমান অবহিত হন এবং তাঁর নির্দেশে ধানের শীষের বিপক্ষে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন না মিজানুর রহমান চৌধুরী মিজান।
গত দুইদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে মিজান চৌধুরী নির্বাচন করবেন না বলেও একাধিক দলীয় নেতা-কর্মীরা প্রচার করেছেন। এ নিয়ে আবারও নতূন করে আলোচনার সৃষ্টি হয়েছে। নির্বাচন থেকে সরে দাঁড়ানোর গুঞ্জন আর ফেইসবুকে এ সংক্রান্ত প্রচারের বিষয়ে জানতে চাইলে সত্যতা স্বীকার করে মিজান চৌধুরী বলেন, দলের চেয়ারম্যান তারেক রহমান গুলশানস্থ কার্যালয়ে ডেকে মনোনয়ন প্রত্যাহারের অনুরোধ করেন। তাঁর নির্দেশকে সম্মান জানিয়ে ও দলের ঐক্য ধরে রাখতে তিনি মনোনয়ন প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন।
এ বিষয়ে কলিম উদ্দিন আহমেদ মিলন বলেন, মিজান চৌধুরী বিএনপির নেতা। তিনি আমার ভাই। ধানের শীষের বিজয় নিশ্চিত করতে মিজান চৌধুরী দলের জন্য শিগগিরই মাঠে নামবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরও বলেন সর্বক্ষেত্র আমরা বিজয় নিশ্চিত করব ইনশা আল্লাহ।





