কুলাউড়ায় ৪ কোরআনের হাফেজকে পাগড়ি পরিয়ে সম্মাননা
কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধিঃ
প্রকাশিত হয়েছে : ১০ জানুয়ারি ২০২৬, ৮:৪৩ অপরাহ্ণ
মৌলভীবাজারের কুলাউড়ায় ৪ জন কোরআনের হাফেজকে পাগড়ি পরিয়ে সম্মাননা দেওয়া হয়েছে। কোরআনে হাফেজ হওয়ার পর এমন স্বীকৃতি পেয়ে হাফেজদের চোখে-মুখে ছিল আনন্দের ঝিলিক।
শুক্রবার (০৯ জানুয়ারি) রাতে উপজেলার হাজীপুর ইউনিয়নের পাইকপাড়া মোহাম্মদীয়া হাফিজিয়া মাদ্রাসার ৪জন ছাত্র কোরআনে হাফেজ মোহাম্মদ আশরাফুল ইসলাম, মোহাম্মদ সাজু আহমদ, মোহাম্মদ নাহিদ ইসলাম ও মোহাম্মদ আহমদ আলীকে সম্মাননা প্রদানের লক্ষে স্থানীয় মসজিদে সংবর্ধনার আয়োজন করা হয়। প্রতি বছরের ন্যায় এবারও পাইকপাড়া মোল্লাবাড়ি ফাউন্ডেশন টাস্ট্রি বোর্ড এই মহতি উদ্যোগ গ্রহণ করে। এছাড়াও ওই দিন বাদ জুমআ উক্ত মাদ্রাসার সকল শিক্ষক, ৬৫ জন শিক্ষার্থীকে (এতিমসহ) পোষাক প্রদান করা হয়।
পাইকপাড়া মোল্লাবাড়ি ফাউন্ডেশন ট্রাস্ট্রি বোর্ডের পরিচালক মোহাম্মদ মাহতাব উদ্দিন ও সদস্য মোহাম্মদ আল-আমিন এতে পৃষ্ঠপোষকতা করেন।
পাইকপাড়া মোল্লাবাড়ি ফাউন্ডেশন ট্রাস্ট্রি বোর্ডের অন্যতম পরিচালক নিউইয়র্ক প্রবাসী মোহাম্মদ আব্দুল আহাদ বলেন, কোরআন ও কোরআনের হাফেজদের সম্মানকে জাতির কাছে তুলে ধরতেই কোরআন প্রেমীদের জন্য এমন আয়োজন। ইনশাআল্লাহ এটি অব্যাহত থাকবে।
সম্মাননা প্রাপ্ত ৪ জন হাফেজ বলেন, এ প্রাপ্তি বিশেষ কিছু, যা কখনো ভুলার নয়। সামনে যতদিন বেঁচে থাকব এ সম্মান অক্ষুণ্ন রেখে চলার চেষ্টা করব ইনশাআল্লাহ।
পাগড়ি প্রদান, দোয়া মাহফিল ও পোষাক বিতরণীতে উপস্থিত ছিলেন মাওলানা নুরুল মুত্তাকিন জুনাইদ, মাওলানা শাহ আশরাফ আলী, মুফতি আলতাফুর রহমান, পাইকপাড়া মোহাম্মদীয়া হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা মোহাম্মদ আলী, হাফেজ নিজাম উদ্দিন, মাওলানা আজমল হোসাইন, নুরুল ইসলামসহ এলাকার মুরব্বিগণ ও ট্রাস্ট্রি বোর্ড সংশ্লিষ্টরা।





