বানিয়াচং মডেল প্রেসক্লাবের বার্ষিক আনন্দ ভ্রমণ
বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ১১ জানুয়ারি ২০২৬, ৬:১৮ অপরাহ্ণ
ভ্রাতৃত্ব, সৌহার্দ্য আর নির্মল আনন্দের বন্ধনে বাঁধা এক অনন্য দিন—বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে বানিয়াচং মডেল প্রেসক্লাবের বার্ষিক আনন্দ ভ্রমণ-২০২৬। শনিবার (১০ জানুয়ারি) টানা ৬ষ্ঠ বারের মতো প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে সফলভাবে সম্পন্ন হয় এই বহুল প্রত্যাশিত আয়োজন।
ভোরের প্রথম আলো ফোটার আগেই শুরু হয় আনন্দের প্রস্তুতি। একে অপরকে ফোনে জাগিয়ে তোলা, এরপর হবিগঞ্জের ধানসিঁড়ি রেস্টুরেন্টে একসাথে সকালের নাস্তা—সব মিলিয়ে শুরু থেকেই ছিল মিলনমেলার আবহ। নাস্তা শেষে সবাই একসাথে গন্তব্যের উদ্দেশে ছুটে চলে প্রাণচাঞ্চল্যে ভরপুর হৃদয় নিয়ে।
সকাল ১০টায় শ্রীমঙ্গলের ঐতিহ্যবাহী ‘চায়ের কন্যা’ ভাস্কর্যে কিছুক্ষণ বিরতি নিয়ে স্মৃতিবন্দী করা হয় নানা মুহূর্ত। এরপর সরাসরি যাত্রা করা হয় দেশের অন্যতম পাঁচ তারকা হোটেল গ্র্যান্ড সুলতানে। সেখানে সাংবাদিক নেতৃবৃন্দ যার যার মতো করে ছবি ও দলীয় ছবি ধারণের পাশাপাশি উপভোগ করেন প্রকৃতি ও নান্দনিক সৌন্দর্য।
এরপর দলটি পাড়ি জমায় প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি লাউয়াছড়া জাতীয় উদ্যানে। পাহাড়, সবুজ আর বনজ পরিবেশে হারিয়ে গিয়ে সবাই উপভোগ করেন প্রকৃতির নিবিড় সান্নিধ্য। এ সময় ছোট-বড় অসংখ্য বানরের উপস্থিতি ভ্রমণে যোগ করে বাড়তি রোমাঞ্চ। পর্যটকদের খাবারের লোভে বানরগুলো একেবারে কাছে চলে আসায় শিশু ও নারীদের মধ্যে কিছুটা ভীতি থাকলেও পুরো পরিবেশ ছিল আনন্দঘন।
বিকাল ৩টায় খাসিয়াপঞ্জির নিকটবর্তী একটি ছোট মাঠে অনুষ্ঠিত হয় বহুল প্রতীক্ষিত পাতিল ভাঙা ও র্যাফেল ড্র। অংশগ্রহণকারীদের উচ্ছ্বাস আর হাসিতে মুখর হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ। র্যাফেল ড্র-এ ছিল একাধিক আকর্ষণীয় পুরস্কার।
পরবর্তীতে বিকাল ৪টায় শ্রীমঙ্গলের পানসি হোটেলে দুপুরের খাবার গ্রহণ ও কেনাকাটা শেষে সবাই স্মৃতি আর ভালোবাসা বুকে নিয়ে শিকড়ের টানে নিজ নিজ গন্তব্যের পথে যাত্রা করেন।
এই আনন্দ ভ্রমণের সার্বিক নেতৃত্বে ছিলেন বানিয়াচং মডেল প্রেসক্লাবের সভাপতি শিব্বির আহমদ আরজু ও সাধারণ সম্পাদক মোঃ আব্দাল মিয়া।
আনন্দ ভ্রমণে অংশগ্রহণ করেন— দৈনিক সবুজ সিলেট-এর প্রতিনিধি কাওছার আহমেদ রাসেল, প্রবাসী সাব্বির আহমদ, মডেল প্রেসক্লাবের সাবেক সভাপতি সর্দার আজিমুল হক স্বপন, সিনিয়র সহ-সভাপতি ইমতিয়াজ আহমেদ লিলু, সহ-সভাপতি আব্দুল মালেক, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ সাজ্জাদ হোসেন, কোষাধ্যক্ষ শেখ আলমগীর, দপ্তর সম্পাদক আনসার আলী, সমাজকল্যাণ সম্পাদক মিজানুর রহমান, নির্বাহী সদস্য মোবাস্বির আহমদ, ফারুক আহমদ, ইমরান আহমদ চৌধুরী, সাব্বির আহমদ শিবলী নোমানী, মোঃ নাসির উদ্দিন এবং সংবাদপত্র এজেন্ট মোস্তাকিম আহমদ।
এই আনন্দ ভ্রমণ শুধু একটি ভ্রমণই নয়, বরং সাংবাদিকদের পারস্পরিক বন্ধন আরও দৃঢ় করার এক অনন্য উপলক্ষ হয়ে স্মৃতির পাতায় চিরস্থায়ী হয়ে থাকবে।





