বিয়ানীবাজারে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র ৪৫টি
বিয়ানীবাজার (সিলেট) প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ১১ জানুয়ারি ২০২৬, ৮:২৯ অপরাহ্ণ
সিলেট-৬ আসনের বিয়ানীবাজার উপজেলায় ৪৫টি ভোটকেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ (অতি গুরুত্বপূর্ণ) হিসেবে চিহ্নিত করেছে স্থানীয় প্রশাসন। ঝুঁকিপূর্ণ এসব কেন্দ্রে থাকবে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা।
সূত্র জানায়, অতীতে এসব কেন্দ্রে কখনো গোলযোগ হয়েছে কি না, কেন্দ্রটি কোনো প্রভাবশালী ব্যক্তির বাড়ির আশপাশে কি না, ভোটকেন্দ্রটি দুর্গম এলাকায় কি না, কেন্দ্রের চারপাশে সীমানাপ্রাচীর রয়েছে কি না বা অপরাধ করে দ্রুত পালিয়ে যাওয়ার আশঙ্কা কেমন— এসব বিবেচনায় ঝুঁকিপূর্ণ কেন্দ্র চিহ্নিত করা হয়েছে। তবে নির্বাচনে সাধারণ মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে পুলিশের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার কথা বলছেন কর্মকর্তারা।
জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিয়ানীবাজার উপজেলার ৮৯টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। এখানকার ১টি পৌরসভা ও ১০টি ইউনিয়নে ভোটগ্রহণ চলবে। সিলেট-৬ আসনের দুই উপজেলার একটি বিয়ানীবাজারের কোথাও অস্থায়ী ভোট কেন্দ্র নেই।
বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুক বলেন, ‘আসন্ন নির্বাচনের যারা স্টেকহোল্ডার, প্রতিদ্বন্দ্বি প্রার্থী, নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে যারা জড়িত থাকবেন প্রত্যেকের নিরাপত্তা নিশ্চিত করা হবে।’
তিনি আরও বলেন, ‘ভোটকেন্দ্রের দায়িত্বে যত পুলিশ ফোর্স-অফিসার থাকবেন, সবার ট্রেনিং চলছে। ট্রেনিং হচ্ছে নির্বাচনের আগে আমাদের করণীয় কি, নির্বাচনের আগের দিন, নির্বাচনের দিন ও নির্বাচনের পর সহিংসতা হলে তা মোকাবিলায় কি করা হবে, এসব বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।’
বিয়ানীবাজার উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আহসান ইকবাল জানান, নির্বাচন নির্বিঘ্ন এবং উৎসবমুখর করতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। মানুষ যাতে ভয়হীন পরিবেশে ভোটকেন্দ্রে যেতে পারে, সেভাবে ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।
বিয়ানীবাজার উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার উম্মে হাবিবা মজুমদার বলেন, ‘নির্বাচনের সময় দায়িত্ব পালনে সমন্বয়ের কোনো বিকল্প নেই। আইনশৃঙ্খলা বাহিনীতে যেন ওভারল্যাপিং না হয়। প্রতিটি কেন্দ্রে গুরুত্ব দিয়ে আইনশৃঙ্খলার যাতে অবনতি না হয় এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হচ্ছে।’





