ওসমানীনগরে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে যুবক নিহত
ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ১১ জানুয়ারি ২০২৬, ৮:৩৯ অপরাহ্ণ
সিলেটের ওসমানীনগর উপজেলায় দীর্ঘ দিনের পারিবারিক বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে শাজাহান মিয়া সৌরভ (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০-১২ জন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় আরও একজন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শনিবার (১০ জানুয়ারি) বিকাল ৫টার দিকে উত্তর তিলাপাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত শাজাহান মিয়া সৌরভ উপজেলার ৪ নম্বর বুরুঙ্গা ইউনিয়নের উত্তর তিলাপাড়া গ্রামের আব্দুল আজিজের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, উত্তর তিলাপাড়ার বাসিন্দা বারিক উদ্দিন (৬৫) ও আব্দুল আজিজের (৫৫) পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। প্রায় দুই বছর আগে উত্তর তিলাপাড়া জামে মসজিদের ভূমি নিয়ে বিরোধ আরও তীব্র আকার ধারণ করে। এছাড়া দুই মাস আগে একটি জিপগাড়ি চলাচলকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক ও উত্তেজনা সৃষ্টি হয়। এসব ঘটনায় উভয় পক্ষই আদালতে পৃথক মামলা দায়ের করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার দিন শাজাহান মিয়া সৌরভ সিলেট শহর থেকে নিজ বাড়িতে ফেরার পর প্রতিপক্ষের লোকজন তার ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় দেশীয় অস্ত্র নিয়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের একপর্যায়ে সৌরভের গলার শ্বাসনালীতে ধারালো অস্ত্রের আঘাত লাগে।
পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার দিকে তিনি মারা যান। একই ঘটনায় শাকিল আহমদ নামে আরও একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুর্শেদুল আলম ভূইয়া বলেন, ‘ঘটনার তদন্ত চলছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।’





