সুনামগঞ্জ সীমান্ত দিয়ে আসা ভারতীয় ৩২ গরু বারহাট্টা থানায় আটক
সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ১২ জানুয়ারি ২০২৬, ৮:৩৮ অপরাহ্ণ
সুনামগঞ্জের মধ্যনগর সীমান্ত দিয়ে চোরাচালানের মাধ্যমে আনা ৩২টি ভারতীয় গরুসহ একজনকে নেত্রকোনার বারহাট্টা উপজেলায় আটক করেছে পুলিশ। এ সময় এসব গরু পরিবহনের কাজে ব্যবহৃত ৬টি পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে।
রোববার (১১ জানুয়ারি) দিবাগত মধ্যরাতে পাশের জেলা বারহাট্টা উপজেলার নৈহাটী গরুর বাজার এলাকা থেকে গরুসহ তাকে আটক করা হয়। আটক ব্যক্তির নাম আলমগীর মিয়া । তিনি সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার শায়েস্তাগঞ্জ এলাকার বাসিন্দা।
অভিযান সূত্রে জানা গেছে, উপজেলার নৈহাটী বাজারে প্রতি সোমবার সাপ্তাহিক গরুর হাট বসে। এই হাটে বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক গরু কেনাবেচা হয়। পার্শ্ববর্তী জেলা সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার সীমান্ত দিয়ে চোরাচালানের মাধ্যমে আনা ভারতীয় গরু এই হাটে এনে বিক্রি করা হচ্ছে—এমন অভিযোগ দীর্ঘদিনের। এরই ধারাবাহিকতায় সোমবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হাটসংলগ্ন এলাকা থেকে আলমগীর মিয়াকে ৩২টি গরুসহ আটক করা হয়। এ সময় গরু পরিবহনে ব্যবহৃত ৬টি পিকআপ ভ্যান জব্দ করা হয়।
এ বিষয়ে বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম জানান, চোরাচালান বন্ধে পুলিশের নিয়মিত চেকপোস্ট কার্যক্রমের অংশ হিসেবে এই চোরাকারবারিকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি গরুগুলো ভারতীয় বলে স্বীকার করেছে। আটক আলমগীর মিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে আদালতে পাঠানো হয়েছে। জব্দকৃত গরুগুলো আদালতের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।




