বিশ্বম্ভরপুরে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫
সুনামগঞ্জ প্রতিনিধি :
প্রকাশিত হয়েছে : ১২ জানুয়ারি ২০২৬, ৮:৪৪ অপরাহ্ণ
র বিশ্বম্ভরপুর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির একই দলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের সময় একটি দলীয় কার্যালয় ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
গতকাল রোববার (১১ জানুয়ারি) রাত সাড়ে আটটার দিকে উপজেলার ধনপুর ইউনিয়নের কাটাখালী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি রমিজ উদ্দিন মাস্টার ও বিএনপি নেতা পাভেল আহমেদের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তার নিয়ে বিরোধ চলছিল। এর জেরে রোববার রাতে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে কাটাখালী বাজারে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষে রমিজ উদ্দিন মাস্টারসহ উভয় পক্ষের অন্তত ১৫ থেকে ১৮ জন আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয় ও সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হামলার অভিযোগ করে রমিজ উদ্দিন মাস্টার বলেন, ‘আওয়ামী লীগের কিছু দোসর বিএনপিতে অনুপ্রবেশের চেষ্টা করছে। তারাই পরিকল্পিতভাবে আমাদের ওপর হামলা চালিয়েছে। এতে আমি নিজেও আহত হয়েছি।’
পাল্টা অভিযোগ করে পাভেল আহমেদ বলেন, ‘পুলিশের অনুমতি নিয়ে আমরা দলীয় কার্যালয়ে সভা করছিলাম। এ সময় রমিজ উদ্দিন মাস্টারের নেতৃত্বে আমাদের ওপর হামলা করা হয় এবং কার্যালয় ভাঙচুর করা হয়।’
এ বিষয়ে বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, ঘটনাটি রাজনৈতিক বিরোধের চেয়ে গোষ্ঠীগত দ্বন্দ্ব বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বাজারসংক্রান্ত বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে ৭–৮ জন আহত হওয়ার খবর পুলিশ পেয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।





