ধর্মপাশায় ‘নাগরিক অধিকার আন্দোলন’র আহ্বায়ক কমিটি গঠন
ধর্মপাশা প্রতিনিধি :
প্রকাশিত হয়েছে : ১৩ জানুয়ারি ২০২৬, ৬:৪১ অপরাহ্ণ
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় সাধারণ মানুষের অধিকার রক্ষা এবং জনসচেতনতা তৈরির লক্ষ্যে ‘নাগরিক অধিকার আন্দোলন’-এর ৫১ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গত শনিবার রাতে সংগঠনের এক সভায় সর্বসম্মতিক্রমে আগামী ৬ মাসের জন্য এই কমিটি অনুমোদন করা হয়।
নবগঠিত এই কমিটিতে মোল্লা মাহমুদ হাসান-কে আহ্বায়ক এবং আজহারুল ইসলাম দ্বীপ্ত-কে সদস্য সচিব মনোনীত করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন যুগ্ম-আহ্বায়ক মুফিদ বিন আহমদ, যোবায়ের আলম, আনোয়ার হোসাইন আজাদী, সদরুল আমীন, আজিজুর রহমান ও রিফাত হাসান জনি, সহ-সদস্য সচিব জহিরুল ইসলাম ও সাঈদ আহমদ।
মুখ্য সংগঠক হিসেবে শরীফ উদ্দিন এবং মুখপাত্র হিসেবে মোমিনুল হক সাঈদ মনোনীত হয়েছেন। অর্থ সম্পাদক হিসেবে নজরুল ইসলাম, দপ্তর সম্পাদক আব্দুল আউয়াল, প্রচার সম্পাদক নিজাম উদ্দিন খান এবং তথ্য ও গবেষণা সম্পাদক হিসেবে আবরারুল হক নাঈম দায়িত্ব পেয়েছেন।
এছাড়া কমিটিতে সহ-সাংগঠনিক, সহ-দপ্তর, সহ-অর্থ ও সহ-প্রচার সম্পাদকসহ বেশ কয়েকজন কার্যকরী সদস্য অন্তর্ভুক্ত করা হয়েছে।
কমিটির অনুমোদনকারী মুফিদ বিন আহমদ এক বিবৃতিতে জানান, “সচেতন নাগরিক-সুরক্ষিত অধিকার” এবং “নাগরিক অধিকার রক্ষা করি-বৈষম্যহীন সমাজ গড়ি” এই মূলমন্ত্রকে সামনে রেখে ধর্মপাশার মানুষের সেবায় এই সংগঠন কাজ করে যাবে। নতুন এই কমিটি আগামী ৬ মাস সংগঠনের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে এবং এলাকার নাগরিক সমস্যা নিরসনে অগ্রণী ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
সংবাদটি শেয়ার করুন :




