সুনামগঞ্জ-৫ আসন : জাতীয় পার্টির প্রার্থীতা ফিরে পেলেন জাহাঙ্গীর
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ১৫ জানুয়ারি ২০২৬, ৭:৩৪ অপরাহ্ণ
হাইকোর্টের নির্দেশে সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে জাতীয় পার্টির (জাপা) প্রার্থী মোঃ জাহাঙ্গীর আলমের প্রার্থীতা ফেরানো হয়েছে। তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে অংশগ্রহণ করবেন।
জাহাঙ্গীর আলম এর আগে মনোনয়নপত্র জমা দিলে ঋণ খেলাপি থাকার অভিযোগে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তাঁর মনোনয়ন বাতিল করা হয়। এরপর তিনি নির্বাচন কমিশনে আপিল করেন। কিন্তু নির্বাচন কমিশন তার মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত বহাল রাখে। এরপর তিনি উচ্চ আদালতে রিট করেন।
আজ বৃহস্পতিবার (১৫ জনিয়ারি) হাইকোর্টে রিটের শুনানি শেষে উচ্চ আদালত জাহাঙ্গীর আলমের প্রার্থীতা ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। তিনি সংবাদমাধ্যমকে বলেন, “জাহাঙ্গীর আলমের প্রার্থীতা বহাল রাখার জন্য আমরা হাইকোর্টে রিট পিটিশন করি। আজকে রিটের শুনানি শেষে মহামান্য হাইকোর্ট জাহাঙ্গীর আলমের প্রার্থীতা ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেন। এরফলে তিনি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন। আর কোনো আইনি বাঁধা নেই।”
এবিষয়ে সুনামগঞ্জ -৫ আসনে জাতীয় পার্টির প্রার্থী মোঃ জাহাঙ্গীর আলম জানান, “আইনি পথে লড়াই করে আমার প্রার্থীতা ফিরিয়ে পেতে পেরে আমি আনন্দিত। মহান আল্লাহর নিকট শোকরিয়া জ্ঞাপন করছি। আইনি লড়াইয়ে শুরু থেকে শেষ পর্যন্ত সর্বাত্মক সহযোগিতা করার জন্য জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব শামীম হায়দায় পাটোয়ারির প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবার নির্বাচনকে কেন্দ্র করে ভোটারদের কাছে সরাসরি নিজেকে উপস্থাপন করার সুযোগ পাচ্ছি। আমি প্রতিশ্রুতিবদ্ধ যে নির্বাচনী প্রচারণায় জনগণের সহযোগিতা নিয়ে সুনামগঞ্জ-৫ আসনের জনসাধারণের কল্যাণে কাজ করব।”




