জামালগঞ্জে দৃষ্টিনন্দন শিশু পার্কের যাত্রা শুরু
জামালগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ১৫ জানুয়ারি ২০২৬, ৭:৪১ অপরাহ্ণ
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা চত্বরের সেই চিরচেনা দুর্গন্ধময় ময়লার ভাগাড় এখন শিশুদের কলকাকলিতে মুখরিত। দীর্ঘদিনের পরিত্যক্ত ও আবর্জনায় ঠাসা একটি গর্ত এখন রূপ নিয়েছে দৃষ্টিনন্দন ‘উপজেলা প্রশাসন শিশু পার্ক’-এ। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুশফিকীন নুরের বিশেষ উদ্যোগ ও পরিকল্পনায় এই অসম্ভব পরিবর্তন সম্ভব হয়েছে।
এক সময় এই গর্তটি ছিল আশপাশের কোয়ার্টার ও বাজারের ময়লা ফেলার ভাগাড়। পচা পানির দুর্গন্ধে পথচারীদের নাকে রুমাল চেপে যাতায়াত করতে হতো। সেই জরাজীর্ণ স্থানটিতে এখন দোলনা, রাইড আর শিশুদের রঙিন হাসি। গত ২৮ ডিসেম্বর সিলেট বিভাগীয় কমিশনার মোঃ রেজা-উন-নবী আনুষ্ঠানিকভাবে এই পার্কটির উদ্বোধন করেন। উদ্বোধনের পর থেকেই এটি স্থানীয়দের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে।
সরেজমিনে দেখা যায়, পরিত্যক্ত জায়গায় বালি ভরাট করে আধুনিকায়ন করা হয়েছে। পার্কের চারদিকে দেওয়া হয়েছে প্রতিরক্ষা দেওয়াল। ভেতরে রয়েছে অভিভাবকদের বসার স্থান, শিশুদের খেলাধুলার আধুনিক রাইড, দোলনা এবং হাঁটার জন্য নান্দনিক পথ। দৃষ্টিনন্দন আলোকসজ্জা ও অবকাঠামো পার্কটিকে দিয়েছে এক ভিন্ন আমেজ।
জামালগঞ্জ কিন্ডারগার্টেন এন্ড জুনিয়র হাই স্কুলের প্রিন্সিপাল মোছাঃ জরিনা আক্তার বলেন, “দীর্ঘদিন ধরে ময়লাযুক্ত গর্ত দেখে আমরা অভ্যস্ত ছিলাম। সেখান থেকে এমন একটি সুন্দর পার্ক তৈরি হওয়া সত্যিই প্রশংসনীয়। এটি শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে বড় ভূমিকা রাখবে।”
জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান ভূষণ চক্রবর্তী বলেন, “এটি শুধু জায়গার পরিবর্তন নয়, এটি আমাদের ইতিবাচক মনোভাবের পরিবর্তন। ইউএনও স্যারের এই উদ্যোগ আমাদের শিক্ষার্থীদের জন্য আর্শীবাদ স্বরূপ।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকীন নুর জানান, “আমি যখন এই উপজেলায় আসি, তখন একটি পার্ক করার জন্য জায়গা খুঁজছিলাম। এই গর্তটি দেখে আমার মনে হয়েছিল—মানুষ চাইলে পরিত্যক্ত জায়গাও সম্পদে রূপান্তর করা সম্ভব। পরিকল্পিত ব্যবস্থাপনা ও উপজেলা প্রশাসনের সবার সহযোগিতায় আজ এটি বাস্তবে রূপ পেয়েছে। ভবিষ্যতে শিশুদের জন্য এই পার্কটিকে আরও আধুনিক করার পরিকল্পনা রয়েছে আমাদের।”
পরিবেশ রক্ষায় এবং শিশুদের বিনোদনে এমন একটি উদ্যোগ স্থানীয় জনমনে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।




