সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ক্রীড়া উৎসব
সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ১৬ জানুয়ারি ২০২৬, ৬:২৮ অপরাহ্ণ
সুনামগঞ্জে অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং তাদের সন্তানদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) জেলা প্রশাসন, সুনামগঞ্জের ব্যবস্থাপনায় সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।
সকাল ৯টায় বেলুন ও ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি শরীর ও মনকে সতেজ রাখতে খেলাধুলার বিকল্প নেই। এই আয়োজন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি করবে এবং তাদের সন্তানদের সুস্থ বিনোদনের সুযোগ করে দেবে।”
দিনব্যাপী এই আয়োজনে সুনামগঞ্জ জেলার সকল উপজেলা থেকে আগত সরকারি কর্মকর্তা, কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যরা অংশ নেন। প্রতিযোগিতায় দৌড়, দীর্ঘ লাফ, উচ্চ লাফসহ বিভিন্ন অ্যাথলেটিকস ইভেন্টের পাশাপাশি শিশুদের জন্য ছিল আকর্ষণীয় সব খেলা। মাঠের লড়াইয়ে কর্মকর্তা ও তাদের সন্তানদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ গ্যালারিতে উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।
বিকালে প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব তাপস শীল।
পুরস্কার বিতরণকালে তিনি বলেন, “সুস্থ দেহ ও সুন্দর মন গঠনে ক্রীড়া প্রতিযোগিতার গুরুত্ব অপরিসীম। প্রতি বছর এ ধরনের আয়োজন তৃণমূল পর্যায়ে কর্মকর্তাদের মনোবল বৃদ্ধিতে সহায়ক হবে।”
অনুষ্ঠানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন দপ্তরের প্রধানগণ, ক্রীড়া ব্যক্তিত্ব এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উৎসবমুখর পরিবেশ ও জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।





