সিলেটের কালিঘাটে গোয়েন্দা পুলিশের অভিযান, চোরাই পণ্যসহ দুজন আটক
নিজস্ব প্রতিবেদন
প্রকাশিত হয়েছে : ১৬ জানুয়ারি ২০২৬, ১০:২৪ অপরাহ্ণ
সিলেট মহানগরীর কালিঘাট এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্যসহ দুজনকে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। উদ্ধার করা পণ্যের আনুমানিক মূল্য প্রায় ৫৩ লাখ টাকা।
শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল সাড়ে সাতটার দিকে কোতোয়ালী মডেল থানাধীন কালিঘাট বাজার এলাকায় এ অভিযান চালানো হয়।
আটক ব্যক্তিরা হলেন—গোয়াইনঘাট থানার বিছনাকান্দি এলাকার মৃত গিয়াস উদ্দিনের ছেলে জাহেদ আহমদ (২৯) এবং একই থানার উপরগ্রাম এলাকার শহিদ মিয়ার ছেলে জাহাঙ্গীর (৩৭)।
পুলিশ জানায়, কালিঘাট বাজারের শহীদ মিনারের সামনে সরকারি পাকা সড়কে অভিযান চালিয়ে দুটি ড্রাম ট্রাকসহ এসব চোরাই পণ্য জব্দ করা হয়। ট্রাক দুটির রেজিস্ট্রেশন নম্বর—সিলেট মেট্রো-ট-১১-০২৭২ ও ফেনী শ-১১-০২৯৯। ট্রাক দুটির আনুমানিক মূল্য ২০ লাখ টাকা।
এ ছাড়া জব্দ করা হয় ২৪৩ বস্তা ভারতীয় অবৈধ জিরা, যার মূল্য প্রায় ৫১ লাখ ৩ হাজার টাকা এবং ২২ বস্তা ভারতীয় অবৈধ ফুসকা, যার মূল্য প্রায় ১ লাখ ৭০ হাজার টাকা। সব মিলিয়ে জব্দকৃত মালামালের মোট আনুমানিক মূল্য ৫২ লাখ ৭৩ হাজার ২৮০ টাকা।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫বি(১)(খ)/২৫ডি ধারায় মামলা করা হয়েছে। আটক দুজনকে আদালতে পাঠানো হয়েছে।




