ছাতক-দোয়ারায় লাঙ্গল প্রতীককে বিজয়ী করার লক্ষে কাজ করার আহবান
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ১৬ জানুয়ারি ২০২৬, ১০:৩১ অপরাহ্ণ
সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ জাহাঙ্গীর আলম ছাতক ও দোয়ারাবাজার উপজেলার জাতীয় পার্টির নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় লাঙ্গল প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানিয়েছেন।
শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় ছাতকের রহমতবাগস্থ জাতীয় পার্টির প্রার্থী জাহাঙ্গীর আলমের নিজ বাসভবনে অনুষ্ঠিত সভায় দোয়ারাবাজার উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহসভাপতি নজির হোসেন মাস্টারের সভাপতিত্বে এবং ছাতক উপজেলা জাতীয় যুবসংহতির সভাপতি জহিরুল ইসলাম জহিরের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে জাহাঙ্গীর আলম বলেন, “জাতীয় পার্টি জনগণের অধিকার আদায়ের রাজনীতি করে। ছাতক-দোয়ারাবাজারের সার্বিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই। তাই দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে লাঙ্গল প্রতীকের পক্ষে মাঠে কাজ করার আহবান জানাচ্ছি। জনগণের ভোটে বিজয়ী হয়ে এলাকার উন্নয়নে নিজেকে উৎসর্গ করব।”
সভায় উপস্থিত নেতাকর্মীরা লাঙ্গল প্রতীকের পক্ষে ভোটের মাঠে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। সভায় বক্তব্য রাখেন ছাতক উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শামসুদ্দিন আহমদ, দোয়ারাবাজার উপজেলা জাপার সহসভাপতি ও সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. রেনুমিয়া, ছাতক উপজেলা জাপার সহসভাপতি মাসুক আহমদ, সহ-সাধারণ সম্পাদক সেলিম আহমদ, দোয়ারাবাজার উপজেলা জাপার যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বুলু, সাংগঠনিক সম্পাদক নূর হোসেন, মো. আব্দুল্লাহ, ছাতক উপজেলা জাপার প্রচার সম্পাদক আবুল হোসেন, সমাজকল্যাণ সম্পাদক আব্দুস ছালিক মিলন তালুকদারসহ দুই উপজেলার জাতীয় পার্টি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়া সভায় উপস্থিত ছিলেন ছাতক উপজেলা জাপা নেতা আব্দুল আহাদ, দোয়ারাবাজার উপজেলা জাপা নেতা উকিল আলী, ছাতক উপজেলা স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি দিলবর আলী, যুবসংহতির সহসভাপতি সাচ্চু বিশ্বাস, সাবেক সভাপতি ফয়জুল ইসলাম, দোয়ারাবাজার উপজেলা জাপা নেতা মোহাম্মদ আলী মিলন, সাবেক ইউপি সদস্য আব্দুস সোবহান, শ্রমিক নেতা ইজ্জাতুর রহমান, সিংচাপুর ইউনিয়ন জাপার সভাপতি শাহ মো. আনোয়ার হোসেনসহ স্থানীয় নেতাকর্মীরা।




