গণতন্ত্র রক্ষায় মৌলভীবাজার ডিসির গণভোটে অংশ নেওয়ার আহ্বান
মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ১৭ জানুয়ারি ২০২৬, ৪:৫১ অপরাহ্ণ
জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তৌহিদুজ্জামান পাভেল জনগণকে আসন্ন গণভোটে অংশ নিতে আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “চব্বিশের জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে গণভোটের মাধ্যমে জনগণের দাবি তুলে ধরা হচ্ছে। হ্যাঁ ভোটে দেশের সুযোগ-সুবিধা ও অধিকারের নিশ্চয়তা থাকবে, না হলে আগের দুর্যোগময় দিনের পথে ফিরে যেতে হবে।”
শনিবার শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের আয়োজনে ফুলছড়া চা-বাগান মাঠে অনুষ্ঠিত ভোটার উদ্বুদ্ধকরণ সভায় তিনি উৎসবমুখর পরিবেশে ভোট প্রদানের আহ্বান জানান এবং ভোটারদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস দেন।
সভায় জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা ও চা-বাগান শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দসহ স্থানীয় কর্মকর্তা ও নারীরূপক চা শ্রমিকরা উপস্থিত ছিলেন। বক্তারা জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণভোট দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও ইতিবাচক পরিবর্তনের পথ খুলবে।





