মাধবপুরে বিপুল পরিমাণ গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ১৭ জানুয়ারি ২০২৬, ৮:০০ অপরাহ্ণ
মাধবপুরে ৩২ কেজি ভারতীয় গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাধবপুর থানা পুলিশ।
শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে মাধবপুর থানার তেলিয়াপাড়া (হরষপুর) পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জামাল হোসেন এর নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের দক্ষিণ সুরমা এনায়েতপুর গ্রামে অভিযান চালিয়ে ৩২ কেজি গাঁজাসহ মো: শামীম মিয়া (৩২) কে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তার শামীম দক্ষিণ সুরমা এনায়েতপুর গ্রামের রঙ্গু মিয়ার ছেলে। মাধবপুর থানার অফিসার ইনচার্জ মো: মাহাবুব মোরশেদ খান সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়া দিন আছে।




