শাকসু নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট
শাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ১৮ জানুয়ারি ২০২৬, ৬:১২ অপরাহ্ণ
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
রবিবার (১৮ জানুয়ারি) শাকসু নির্বাচনে স্বতন্ত্র ভিপি প্রার্থী মমিনুর রশিদ শুভ হাইকোর্টে এ রিট দায়ের করেন। প্রধান নির্বাচন কমিশনারসহ সংশি¬ষ্টদের রিটে বিবাদী করা হয়েছে।
রিটে বলা হয়েছে, নির্বাচন কমিশন জাতীয় সংসদ নির্বাচনের আগে সবধরনের নির্বাচন বন্ধ রাখার নির্দেশনা জারি করা হয়েছে। এ অবস্থায় শাকসু নির্বাচন হতে দেওয়া আইনসংগত নয়।
এ বিষয়ে জানতে স্বতন্ত্র প্রার্থী মমিনুর রশিদ শুভকে একাধিকবার কল দিয়েও পাওয়া যায়নি।
এদিকে রিটের খবর ছড়িয়ে পড়ার পর শাবিপ্রবির প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ মিছিল করছেন শিক্ষর্থীরা।
এ বিষয়ে শিবির সমর্থিত ‘দুর্বার সাস্টিয়ান ঐক্য’ প্যানেলের সহ-সাধারণ সম্পাদক পদপ্রার্থী সাকিল আহমেদ বলেন, ‘শাকসু শিক্ষর্থীদের মৌলিক অধিকার। নির্বাচনের আর মাত্র দুইদিন সময় বাকি। জাতীয় নির্বাচনের দোহাই দিয়ে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা ছাত্র সংসদ নির্বাচন আবারও বন্ধের ষড়যন্ত্র করছে ছাত্রদল। এরা রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে এখন শিক্ষর্থীদের মৌলিক অধিকার বন্ধের পায়তারা করছে। ছাত্র সংসদ নির্বাচন নিয়ে কোনো টালবাহানা সহ্য করা হবে না।’




