জৈন্তাপুরে নিজ গৃহে ঝুলন্ত অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার
জৈন্তাপুর (সিলেট)প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ১৮ জানুয়ারি ২০২৬, ৮:০১ অপরাহ্ণ
সিলেটের জৈন্তাপুর উপজেলায় নিজ বসতঘরে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন মইনুল ইসলাম বকুল (৪০) নামে এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে ১৮ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ, অনুমানিক দুপুর ২টা ৩০ মিনিট থেকে ৩টা ৩০ মিনিটের মধ্যে যেকোনো সময়। জৈন্তাপুর থানাধীন ২নং জৈন্তাপুর ইউনিয়নের বাউরবাগ মল্লিফৌদ এলাকায় নিহতের নিজ বসতঘর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ ।
নিহত মইনুল ইসলাম বকুল ওই এলাকার মৃত আজিজুল ইসলামের পুত্র। স্থানীয় সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। প্রায় ছয় মাস আগে স্ত্রীর সঙ্গে তার বিবাহ বিচ্ছেদ (ডিভোর্স) হয়, যার পর থেকে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন বলে ধারণা করা হচ্ছে।
খবর পেয়ে জৈন্তাপুর থানার উপ- পরিদর্শক (এসআই) মাহমুদুর রহমান সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। উক্ত ঘটনায় অপমৃত্যুর মামলা গ্রহন পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন রয়েছে বলে নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা।




