বানিয়াচংয়ে পলো সমিতির সদস্যদের ওপর হামলার ঘটনা মীমাংসার সিদ্ধান্ত
বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ১৮ জানুয়ারি ২০২৬, ৮:১১ অপরাহ্ণ
হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় পলো সমিতির অর্ধশতাধিক সদস্য আহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনাকর পরিস্থিতির অবসানে আপোষে মীমাংসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ উপলক্ষে গত শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে বানিয়াচং উপজেলার ১, ২, ৩ ও ৪ নম্বর ইউনিয়ন এবং আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা ও নোয়াগড় গ্রামের পলো সমিতির সদস্যদের অংশগ্রহণে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বানিয়াচং এলআর সরকারি উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত সভায় পলো সমিতির সভাপতি ইমরান মিয়া সভাপতিত্ব করেন। সভায় কাটকাল এলাকার পক্ষে মাওলানা জুনায়েদ আহমদসহ বিভিন্ন এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থেকে শান্তিপূর্ণ সমাধানের প্রস্তাব দেন।
পরে বানিয়াচং উপজেলা বিএনপির সভাপতি মুজিবুল হোসেন মারুফ, সাবেক উপজেলা বিএনপির আহ্বায়ক লুৎফুর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর আমির খন্দকার তালেব উদ্দিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নকিব ফজলে রকিব মাখন এবং যুবনেতা শেখ সুহেল আহমদসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতারা ঘটনার আপোষ নিষ্পত্তির দায়িত্ব গ্রহণ করেন। তাঁরা সবাইকে সংযম বজায় রাখার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটানোর আহ্বান জানান।
উল্লেখ্য, গত মঙ্গলবার বানিয়াচং উপজেলার কাটকাল এলাকার সরকারি বাউরি বিলে পলো দিয়ে মাছ শিকার করতে গেলে কাটকাল গ্রামের ইউপি সদস্য ফরিদ মিয়ার নেতৃত্বে একদল লোক পলো সমিতির সদস্যদের ওপর হামলা চালায় বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় অন্তত ৪০ জন আহত হন। তাঁদের মধ্যে কয়েকজন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।




