জকিগঞ্জে শিক্ষার্থীকে বাঁচাতে গিয়ে দশ সিটার গাড়ি উল্টে আহত ২
জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি:
প্রকাশিত হয়েছে : ১৯ জানুয়ারি ২০২৬, ৭:৫১ অপরাহ্ণ
সিলেটের জকিগঞ্জে এক স্কুল শিক্ষার্থীকে বাঁচাতে গিয়ে যাত্রীবাহী একটি দশ সিটার গাড়ি উল্টে দুইজন গুরুতর আহত হয়েছেন। সোমবার (১৯ জানুয়ারি) সকাল ১০টার দিকে সিলেট–জকিগঞ্জ সড়কের জকিগঞ্জ উপজেলার সেনাপতির চক এলাকার ইলাবাজ স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, সকালে একটি দশ সিটের যাত্রীবাহী গাড়ি সিলেট থেকে জকিগঞ্জের দিকে যাচ্ছিল। গাড়িটি ইলাবাজ স্কুলের সামনে পৌঁছালে এক স্কুল শিক্ষার্থী হঠাৎ সড়ক পার হওয়ার চেষ্টা করে। এ সময় শিক্ষার্থীকে বাঁচাতে গিয়ে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে গাড়িটি সড়কের পাশে উল্টে যায়।
দুর্ঘটনায় গাড়িতে থাকা দুইজন যাত্রী গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। আহতদের নাম–পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, তাঁদের অবস্থা আশঙ্কাজনক।
দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় গাড়িটি সড়ক থেকে সরিয়ে নেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।




