সুনামগঞ্জের পাঁচটি আসনে ভোটযুদ্ধে লড়বেন ২৩ প্রার্থী
সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ২০ জানুয়ারি ২০২৬, ৮:৩১ অপরাহ্ণ
সুনামগঞ্জের পাঁচটি সংসদীয় আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে ৮ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এতে জেলায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ২৩ জনে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় জেলা রিটার্নিং কর্মকর্তা ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেন।
রিটার্নিং অফিস সূত্রে জানা গেছে, সুনামগঞ্জ-১ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী হাজী মুখরেছুর রহমান এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. রফিকুল ইসলাম চৌধুরী মনোনয়ন প্রত্যাহার করেছেন।
সুনামগঞ্জ-২ আসনে খেলাফত মজলিসের প্রার্থী মোহাম্মদ সাখাওয়াত হোসেন মনোনয়ন প্রত্যাহার করেন।
সুনামগঞ্জ-৩ আসনে ১০ দলীয় জোটের সিদ্ধান্ত অনুযায়ী ইয়াসীন খান তাঁর প্রার্থিতা প্রত্যাহার করেন। সুনামগঞ্জ-৪ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মোহাম্মদ আজিজুল হক এবং এলডিপির প্রার্থী মো. মাহফুজুর রহমান খালেদ তুষার মনোনয়ন প্রত্যাহার করেছেন।
এ ছাড়া সুনামগঞ্জ-৫ আসনে দলীয় প্রার্থীকে সমর্থন জানিয়ে স্বতন্ত্র প্রার্থী ও বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান তাঁর প্রার্থিতা প্রত্যাহার করেন।
এর আগে জেলার পাঁচটি আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র মিলিয়ে ৩৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। যাচাই-বাছাই শেষে বিভিন্ন কারণে ১৩ জনের মনোনয়ন বাতিল করা হয় এবং ২৬ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। পরে নির্বাচন কমিশনে আপিল করে ৭ জন প্রার্থী মনোনয়ন ফিরে পান। এতে বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়ায় ৩৩ জন।
এই ৩৩ জনের মধ্যে ৮ জন মনোনয়ন প্রত্যাহার করায় প্রার্থী সংখ্যা কমে আসে। তবে সুনামগঞ্জ-১ ও ৩ আসনে বিএনপির দুজন করে প্রার্থী থাকায় দলের চূড়ান্ত মনোনয়ন চিঠির মাধ্যমে একজন করে প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। ফলে আরও দুজন প্রার্থী বাদ পড়বেন।
সব মিলিয়ে পাঁচটি সংসদীয় আসনে ভোটের মাঠে থাকছেন ২৩ জন প্রার্থী বলে জানিয়েছে রিটার্নিং অফিস।
জেলা রিটার্নিং কর্মকর্তা ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া জানান, বুধবার (২১ জানুয়ারি) প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে নির্বাচন কমিশন বদ্ধপরিকর।




