নিজেকে এলাকার কিং দাবি শেখ সুজাত মিয়া‘র
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ২১ জানুয়ারি ২০২৬, ৫:৫৫ অপরাহ্ণ
হবিগঞ্জ-১ আসনে স্বতন্ত্র প্রার্থী শেখ সুজাত মিয়া বলেছেন, আমি এলাকার কিং। আমি নবীগঞ্জ-বাহুবল উপজেলার সেরা নেতা।
বুধবার (২১ জানুয়ারি) দুপুরে হবিগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রতীক বরাদ্দের পর সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন। তিনি হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন।
শেখ সুজাত মিয়া বলেন, গোটা কয়েকজন বাদে দলের সবাই আমার সাথে আছেন। রেজা কিবরিয়া আওয়ামীলীগ নিয়ে কাজ করছেন। আমি বাহুবল ও নবীগঞ্জ আসনে জনপ্রিয় নেতা। আমি ৪৫ বছর থেকে এই এলাকার হাটে-মাঠে কাজ করে আসছি। শরীরের ওজন থাকলেই প্রার্থী হেভিওয়েট হয় না, এলাকায় জনপ্রিয়তা থাকতে হবে। সুতরাং আমি বিজয়ী হবো ইনশাআল্লাহ।
জবাবে একই আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. রেজা কিবরিয়া বলেন, বিদ্রোহী একজন আছেন। তবে সে গুরুত্বপূর্ণ কোন ভূমিকা পালন করতে পারবে না। বিদ্রোহী প্রার্থী মুছে যাবেন বলে মন্তব্য করেন ডা. রেজা কিবরিয়া। আমার সাথে বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীরা আছেন।




