বিগত সরকার দেশের সম্পদ বিদেশে পাচার করেছে: তারেক রহমান
নিজস্ব প্রতিবেদন
প্রকাশিত হয়েছে : ২২ জানুয়ারি ২০২৬, ১:৫৩ অপরাহ্ণ
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীকের বিজয় হলে দেশে স্বৈরাচারমুক্ত গণতন্ত্রের যাত্রা শুরু হবে। তিনি বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সিলেটের আলিয়া মাদরাসা মাঠে অনুষ্ঠিত জনসভায় এ কথা বলেন।
তারেক রহমান অভিযোগ করেন, বিগত ১৬ বছরে সরকারের শাসনে দেশের জনগণের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করা হয়েছে। নির্বাচনী প্রচারের অংশ হিসেবে তিনি সিলেটে এসে হজরত শাহজালাল ও হজরত শাহপরানের মাজার জিয়ারত করেন এবং শ্বশুরবাড়িতে স্থানীয়দের দোয়া কামনা করেন।
তিনি বলেন, ধানের শীষ বিজয় হলে সাধারণ মানুষের জন্য ফ্যামিলি কার্ড এবং কৃষকদের জন্য কৃষক কার্ড চালু করা হবে। এছাড়া, প্রবাসে থাকা সিলেটের যুবকদের দক্ষ করে বিদেশে পাঠানোর জন্য প্রতিটি জেলায় উন্নত ট্রেনিং সেন্টারের ব্যবস্থা করা হবে, যা দেশের অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করবে।
তারেক রহমান আরও সতর্ক করেন, দেশের ভেতরে একটি মহল ভোট ডাকাতির ষড়যন্ত্র করছে এবং সবাইকে এ বিষয়ে সজাগ থাকতে হবে।
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভাটি পরিচালনা করেন, সিলেট মহানগর বিএনপির সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী। জনসভায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রেখেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সভায় তারেক রহমান আরও বলেন, একটি দল মানুষের কাছে গিয়ে ইনিয়ে বিনিয়ে বলে যে , অমুকে কে দেখেছেন, তমুক কে দেখেছেন, এবার একবার আমাদেরকে দেখেন। তাদেরকে তো মানুষ একাত্তরের মহান মুক্তিযুদ্ধের সময় দেখেছে। তারা তখন দেশের মানুষকে হত্যার সঙ্গে জড়িত ছিল মা বোনের ইজ্জত লুন্টনের সাথে জড়িত ছিল। তাই তাদের আর নতুন করে কি দেখবে?
তিনি বলেন, বেহেশত দোজখ পৃথিবী গ্রহ-নক্ষত্র সবকিছুর মালিক আল্লাহ। অথচ তারা জনগনের কাছে গিয়ে বেহেশত দিয়ে দিচ্ছে। এতেই প্রমাণ হচ্ছে, নির্বাচনে জয়লাভের আগে যদি তারা এমন প্রতরণামূলক কাজকর্ম করতে পারে তাহলে পরে তারা কি করবে? তিনি এদের ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।
তারেক রহমান বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জয়লাভ করলে আবারও খাল-খনন কর্মসূচি চালু, কৃষকের উন্নয়ন, বেকারত্ব দূর করা এবং প্রশিক্ষণ দিয়ে বেকারদের জনশক্তিতে রূপান্তর করে বিদেশ পাঠানোর ব্যবস্থা করারও ঘোষণা দিয়েছেন। দেশের অর্ধৈক জনশক্তি নারীদের স্বাবলম্বী করে তোলার উপরেও জোর দিয়েছেন তিনি।
সমাবেশে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমাদের নেতা বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে প্রধানমন্ত্রী করে আমরা একটা গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে চাই। এ কাজে আমরা আপনাদের সহযোগীতা চাই।
তিনি বলেন, আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে একটি বিশেষ দলের ব্যাপারে। যারা আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাস করেন। যারা স্বাধীনতার বিরোধী ছিল। তারা আমাদের নামে কুৎসা রটাচ্ছে। এমনকি আমাদের নেতা তারেক রহমান সম্পর্কেও কুৎসা রটাচ্ছে। তাদের ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।





