সিলেটের ছয়টি সংসদীয় আসনে বিএনপির সমন্বয়ক আব্দুল কাইয়ুম চৌধুরী
নিজস্ব প্রতিবেদন
প্রকাশিত হয়েছে : ২২ জানুয়ারি ২০২৬, ৮:০৮ অপরাহ্ণ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সিলেট জেলার ছয়টি সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়েছে সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীকে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক চিঠির মাধ্যমে এ দায়িত্ব প্রদান করা হয়। চিঠিতে সিলেট জেলার আওতাধীন সব সংসদীয় আসনে নির্বাচনী কার্যক্রম সমন্বয়ের দায়িত্ব আব্দুল কাইয়ুম চৌধুরীর ওপর ন্যস্ত করার কথা উল্লেখ করা হয়।
চিঠিতে আরও বলা হয়, দল আশা করে—সমন্বয়ক হিসেবে তিনি নিষ্ঠা, দক্ষতা ও দায়িত্বশীলতার সঙ্গে তাঁর ওপর অর্পিত দায়িত্ব পালন করবেন।
বিএনপির দলীয় সূত্র জানিয়েছে, এবারের নির্বাচনে আব্দুল কাইয়ুম চৌধুরী মনোনয়ন না পেলেও সাংগঠনিক অভিজ্ঞতা ও নেতৃত্বের কারণে তাঁকে গুরুত্বপূর্ণ এই দায়িত্ব দেওয়া হয়েছে।





