জৈন্তাপুরে মোবাইল কোর্টে তিন মামলায় ১ লক্ষ ৪০ হাজার টাকা জরিমানা
জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ২২ জানুয়ারি ২০২৬, ১১:০৭ অপরাহ্ণ
সিলেটের জৈন্তাপুর উপজেলায় প্রশাসনের পক্ষ থেকে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি ২০২৬) বিকাল ২টা ৩০ মিনিট থেকে বিকাল ৫টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মিজ পলি রানী দেব।
এ সময় অভিযানকালে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এবং পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর আওতায় মোট ৩টি মামলা দায়ের করা হয়। এসব মামলায় অভিযুক্তদের কাছ থেকে সর্বমোট ১ লক্ষ ৪০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।
মোবাইল কোর্টের আওতায় ৬ নং চিকনাগোল ইউনিয়নের ঘাটেরচটি এলাকায় একটি এবং ৫ নং ফতেহপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে দুইটি পৃথক অভিযান পরিচালিত হয়। অভিযানে উপজেলা প্রশাসনের পাশাপাশি জৈন্তাপুর মডেল থানা পুলিশ অংশগ্রহন করে।
এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) পলি রানী দেব জানান, “উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের নির্দেশনা অনুযায়ী অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন এবং পরিবেশবিরোধী কার্যক্রমের বিরুদ্ধে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”উপজেলা প্রশাসন পরিবেশ সংরক্ষণ ও আইনশৃঙ্খলা রক্ষায় সকলকে আইন মেনে চলার আহ্বান জানিয়েছে।




