গোলাপগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার
গোলাপগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ২৩ জানুয়ারি ২০২৬, ১০:০৪ অপরাহ্ণ
সিলেটের গোলাপগঞ্জে নিজ ঘর থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত নারীর নাম হোছনা বেগম। তিনি লক্ষ্মীপাশা ইউনিয়নের দক্ষিণভাগ বাউসি গ্রামের শামীম আহমদের স্ত্রী।
শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে হোছনা বেগমকে ঘরের ভেতরে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তাঁর স্বামী শামীম আহমদ। পরে তাঁকে উদ্ধার করে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। নিহতের স্বামী শামীম আহমদ এক দিন আগে সৌদি আরব থেকে দেশে ফিরেছিলেন বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম বলেন, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।




