র্যাব-৯ এর অভিযানে জৈন্তাপুর থেকে ০৬ বোতল বিদেশী মদসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার
সিলেট আই নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৫ জানুয়ারি ২০২৬, ২:০৩ পূর্বাহ্ণ
র্যাব-৯ এর চলমান মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় র্যাব-৯, সিপিএসি, সিলেটের একটি আভিযানিক দল গত ২৩ জানুয়ারি ২০২৬ খ্রি. তারিখ আনুমানিক রাত ৮টা ৩০ মিনিটে সিলেট জেলার জৈন্তাপুর থানাধীন চিকনাগুল ইউনিয়নের সিলেট–তামাবিল মহাসড়কের ঘাটের চটি এলাকার শুক্রবাড়ী স্কুলের গেইটের সামনে পাকা রাস্তার উপর একটি চেকপোস্ট স্থাপন করে অভিযান পরিচালনা করে।
এ সময় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কতিপয় মাদক ব্যবসায়ী তামাবিল স্থলবন্দর এলাকা থেকে অবৈধ বিদেশী মাদকদ্রব্য নিয়ে “মা বাবার দোয়া” নামক একটি যাত্রীবাহী বাসযোগে সিলেট শহরের উদ্দেশ্যে রওনা হয়েছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রাত আনুমানিক ৮টা ৫০ মিনিটে সিলেটগামী উক্ত বাসটিকে থামানোর সংকেত দেওয়া হলে বাসটি থামানো হয়।
বাস তল্লাশিকালে একজন ব্যক্তি পালানোর চেষ্টা করলে র্যাব সদস্যরা তাকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তি তার হেফাজতে বিদেশী মাদকদ্রব্য থাকার কথা স্বীকার করে। পরবর্তীতে তার সাথে থাকা একটি খয়েরী রঙের ব্যাগ তল্লাশি করে ০৬ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন—
মোঃ তানভীর আহমেদ (২৩)।তিনি নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার নয়াপাড়া গ্রামের বাচ্চু মিয়ার পুত্র।
জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তি জানায়, সে সীমান্তবর্তী এলাকা থেকে বিদেশী মাদকদ্রব্য সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিল।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক তাকে ও জব্দকৃত আলামত সিলেট জেলার জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান,
“মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-৯ সর্বদা তৎপর রয়েছে। সীমান্তবর্তী এলাকাসহ সার্বিকভাবে মাদক নির্মূলে আমাদের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।”




