সিলেট সীমান্তে ১ কোটি ৩০ লক্ষ টাকার মালামাল জব্দ
সাইফুল ইসলাম বাবু , জৈন্তাপুর:
প্রকাশিত হয়েছে : ২৫ জানুয়ারি ২০২৬, ৫:৩৮ অপরাহ্ণ
সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ৩০ লক্ষ টাকা মূল্যের চোরাচালানী মালামাল জব্দ করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।
বিজিবি সূত্র জানায়, ২৪ ও ২৫ জানুয়ারি গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়নের দায়িত্বাধীন সংগ্রাম, ডিবিরহাওর বিশেষ ক্যাম্প, বিছনাকান্দি, প্রতাপপুর, তামাবিল, দমদমিয়া, কালাইরাগ ও বাংলাবাজার বিওপি এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় গরু ও মহিষ, শাড়ী, কমলা, চিনি, সনপাপড়ি, জিরা, কসমেটিকস সামগ্রী, কম্বল, চকলেট, জুস, সিনকারা সিরাপ এবং বাংলাদেশ থেকে পাচারকালে শিং মাছ জব্দ করা হয়।
এছাড়াও ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহলদল গোয়াইনঘাট সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় শীতের কম্বল, সাবান, নিভিয়া সফট ক্রিম, সানসিল্ক শ্যাম্পু, পন্ডস ফেসওয়াশ, শাড়ী, বডি লোশন, অলিভ অয়েল, চকলেট, সনপাপড়ি ও সিগারেট আটক করে।
জব্দকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ১ কোটি ৩০ লক্ষ টাকা বলে জানিয়েছে বিজিবি।
এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ নাজমুল হক বলেন,
“সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা সর্বাত্মকভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ চোরাচালানী মালামাল জব্দ করা হয়েছে।”
তিনি আরও জানান, আটককৃত চোরাচালানী মালামালের বিরুদ্ধে বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।




