শায়েস্তাগঞ্জে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার
শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ২৫ জানুয়ারি ২০২৬, ৬:০২ অপরাহ্ণ
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে সেনাবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র, গুলি ও বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়েছে।
সেনাবাহিনী সূত্রে জানা গেছে, বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার (২৪ জানুয়ারি) রাত ১১টা থেকে শনিবার ভোর ২টা পর্যন্ত শায়েস্তাগঞ্জ আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে একটি টহল দল অভিযান চালায়। অভিযানটি পরিচালিত হয় শায়েস্তাগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের জগৎপুর এলাকায়।
গোপন তথ্য অনুযায়ী, জগৎপুর এলাকার টুকু মিয়ার ছেলে মো. নোমান মিয়া অবৈধভাবে এয়ারগান বহন, মেরামত, সার্ভিসিং ও বিভিন্ন স্থানে সরবরাহ করতেন। ওই তথ্যের ভিত্তিতে তাঁর বাড়িতে অভিযান চালানো হয়। তবে অভিযানের সময় নোমান মিয়াকে পাওয়া যায়নি।
বাড়িতে তল্লাশি চালিয়ে তিনটি পয়েন্ট-২২ এয়ারগান (অসংযুক্ত), ৫৪০ রাউন্ড এয়ারগানের গুলি, এয়ারগানের বিভিন্ন যন্ত্রাংশ, চারটি টেটা এবং পাঁচটি জাদু বই জব্দ করা হয়।
পরে জব্দ করা অস্ত্র, গুলি ও অন্যান্য সামগ্রী শায়েস্তাগঞ্জ থানার প্রতিনিধির কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।




