১৯ বিজিবির অভিযানে দুই কোটি টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ
জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ২৬ জানুয়ারি ২০২৬, ৭:০৯ অপরাহ্ণ
সিলেট সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) দুই কোটি এক লক্ষ তেত্রিশ হাজার সত্তর টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন প্রকার অবৈধ মালামাল জব্দ করেছে।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৫ জানুয়ারি ২০২৬ তারিখ সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর একটি বিশেষ আভিযানিক টহল দল ব্যাটালিয়ন সদর এলাকার সীমান্ত পিলার ১৩১৬ থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলিনগর নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে।
এসময় মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্ন প্রকার ওষুধ, ক্লোপ-জি ক্রীম, পাতাঞ্জলী এলোভেরা জেল, ভারতীয় জিরা, শীতের সোয়েটারসহ একটি ট্রাক ও একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়।
জব্দকৃত এসব মালামালের সিজার মূল্য দুই কোটি বারো হাজার আটশত বিশ টাকা বলে জানায় বিজিবি।
এছাড়াও একই দিনে গোপন সংবাদের ভিত্তিতে জকিগঞ্জ ব্যাটালিয়নের অধীনস্থ সুরাইঘাট ও গুয়াবাড়ী বিওপির পৃথক আভিযানিক দল সিলেট জেলার জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১৩৫ কেজি ভারতীয় চিনি এবং একটি ভারতীয় গরু আটক করতে সক্ষম হয়। এসব মালামালের সিজার মূল্য এক লক্ষ বিশ হাজার দুইশত পঞ্চাশ টাকা। দুই অভিযানে সর্বমোট জব্দকৃত মালামালের সিজার মূল্য দাঁড়ায় দুই কোটি এক লক্ষ তেত্রিশ হাজার সত্তর টাকা সমপরিমাণ ।
জব্দকৃত মালামাল পরবর্তী আইনগত প্রক্রিয়ার মাধ্যমে কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জুবায়ের আনোয়ার, পিএসসি বলেন,“সীমান্তের নিরাপত্তা নিশ্চিতকরণ ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। সীমান্ত সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”




