কাতারে বহুতল ভবন থেকে পড়ে মৌলভীবাজারের শ্রমিকের মৃত্যু
মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ২৬ জানুয়ারি ২০২৬, ৭:৫০ অপরাহ্ণ
কাতারে কর্মরত মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার এক প্রবাসী শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রোববার (২৫ জানুয়ারি) কাতারের স্থানীয় সময় বিকাল ৪টার দিকে বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ করার সময় চারতলা ভবন থেকে মাথা ঘুরে নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত লিটন দাস মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ছকাপন এলাকার নান্টু দাসের ছেলে।
লিটনের বন্ধু জামিল আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কাজ করার সময় অসাবধানতাবশত লিটন নিচে পড়ে গেলে দ্রুত তাকে উদ্ধারের চেষ্টা করেন। সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করার চেষ্টা করলেও ততক্ষণে তিনি মারা যান।
এদিকে লিটনের অকাল মৃত্যুর খবর এলাকায় পৌঁছালে ছকাপনসহ পুরো উপজেলায় শোকের ছায়া নেমে আসে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তার স্বজনরা।




