ডিজিটাল প্ল্যাটফর্মে সিলেটের প্রার্থীরা
সিলেট আই ডেস্ক ::
প্রকাশিত হয়েছে : ২৭ জানুয়ারি ২০২৬, ৬:০২ পূর্বাহ্ণ![]()
এখন ভোটের আমেজ, প্রচারণার নতুন মঞ্চ ডিজিটাল প্ল্যাটফর্ম:সিলেটের প্রার্থীদের দৌড়ঝাঁপ। রাজপথে ব্যস্ততা বাড়ছে। একই সঙ্গে সরব হচ্ছে ডিজিটাল দুনিয়া। মাইকিংয়ের শব্দের পাশে ভেসে আসছে থিম সংয়ের সুর। মোবাইল ফোনে ঘুরছে প্রার্থীদের ভিডিও। ফেসবুক লাইভেু দেওয়া হচ্ছে ভোটের আহ্বান। ইউটিউব ও শর্ট ভিডিওতে ছড়াচ্ছে নির্বাচনি বার্তা।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেটে প্রচারণা পেয়েছে নতুন গতি। পোস্টার আর লিফলেটের সীমা ছাড়িয়েছে রাজনীতি। গান, ছন্দ, লিরিক আর ভিজ্যুয়াল কনটেন্টে ভোটারদের আকৃষ্ট করতে ব্যস্ত দলগুলো। মাঠের প্রচারের পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্ম এখন প্রধান হাতিয়ার।
এবার ভোটের মূল লড়াই গড়ে উঠেছে বিএনপি ও জামায়াতে ইসলামীর মধ্যে। সিলেট জেলার ছয়টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৩৩ জন প্রার্থী। সিলেট-১ আসনে আটজন প্রার্থী মাঠে। সিলেট-২ আসনে পাঁচজন। সিলেট-৩ আসনে ছয়জন। সিলেট-৪ আসনে পাঁচজন। সিলেট-৫ আসনে চারজন। সিলেট-৬ আসনে পাঁচজন প্রার্থী ভোটের দৌড়ে রয়েছেন।
প্রতিটি আসনেই চলছে দফায় দফায় প্রচারণা। নেতাকর্মীরা নামছেন মিছিল ও সভায়। বাড়ি বাড়ি যাচ্ছেন সমর্থকেরা। একই সঙ্গে অনলাইনে ছড়াচ্ছেন প্রচার সামগ্রী। ফেসবুক পেজে আপলোড হচ্ছে ভিডিও। গ্রুপে গ্রুপে শেয়ার হচ্ছে পোস্টার ডিজাইন।
বলা যায় ভোটের প্রধান রণক্ষেত্র এখন সোশ্যাল মিডিয়া। বিশ্লেষকরাও বলছেন, এবারের নির্বাচনী রাজনীতির চিত্র অতীতের সব রেকর্ড ভেঙে ডিজিটাল প্রচারণা তুঙ্গে উঠেছে। যা গতানুগতিক প্রচারণার চেয়ে ভোটাদের মানসপটে বেশি প্রভাব ফেলছে।




