কলম্বিয়ায় বিমান বিধ্বস্তে এমপিসহ নিহত ১৫
ডেস্ক রিপোর্ট :
প্রকাশিত হয়েছে : ২৯ জানুয়ারি ২০২৬, ১:৫৭ অপরাহ্ণ
কলম্বিয়ায় একটি রাষ্ট্রায়ত্ত বিমান অবতরণের সময় বিধ্বস্ত হয়ে দেশটির এক এমপি ও ১৫ জন নিহত হয়েছেন। বিমানটি ভেনেজুয়েলা-কলম্বিয়ার সীমান্ত শহর কুকুটা থেকে ওকানার উদ্দেশ্যে যাচ্ছিল।
বুধবার (২৮ জানুয়ারি) দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে।
দুঘটনার শিকার ওই বিমানটি কলম্বিয়ার রাষ্ট্রায়ত্ত বিমান পরিষেবা সংস্থা সাতেনার একটি উড়োজাহাজ। ভেনেজুয়েলা-কলম্বিয়ার সীমান্ত শহর কুকুটা থেকে নিকটবর্তী শহর ওকানার দিকে যাচ্ছিল বিমানটি। কলম্বিয়ার এমপি দিওজেনেস কুইনতেরোসহ মোট ১৫ জন যাত্রী ও ক্রু ছিলেন উড়োজাহাজটিতে।
প্রত্যক্ষদর্শী এবং দুর্যেোগ মোকাবিলা দপ্তরের উদ্ধারকারী দলের বরাতে জানা গেছে, ওকানার বিমানবন্দরে অবতরণের সময় ঘটেছে দুর্ঘটনা। বিমানটি রানওয়েতে আছড়ে পড়েছিল এবং তার পরপরই সেটি বিস্ফোরিত হয়।
বিমনটিতে দুইজন ক্রুসহ মোট ১৩ জন যাত্রী ছিলেন। তাদের কেউ আর বেঁচে নেই বলে ধারণা করা হচ্ছে।




